জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, মৌলিক সংস্কারের ভিত্তিতে না হলে জুলাই সনদে আমরা স্বাক্ষর করবো না। এর আইনি ভিত্তি দিতে হবে। যেন পরবর্তী সরকার এর মূল চেতনা থেকে বিচ্যুত না হতে পারে। আর তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে অধিকাংশ দল একমত। আর বিএনপিসহ কয়েকটি দল দ্বিমত জানিয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২১তম দিনের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
আখতার বলেন, জুলাই সনদ দুই বছরের মধ্যে বাস্তবায়নের ব্যাপারে খসড়ায় যা বলা হয়েছে, তার সাথে তার দল দ্বিমত জানিয়েছে। কারণ, এটি দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া। আমরা বিষয়টি নিয়ে আরও বিচার-বিশ্লেষণ করছি।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আখতার আরও বলেন, প্রথমত পাঁচ জনের বাছাই কমিটির কথা বলা হয়েছে। যেখানে থাকবেন প্রধানমন্ত্রী, প্রধান বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার ও অন্যান্য বিরোধী দল থেকে একজন। তারাও সিদ্ধান্তে না আসতে পারলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আরও দুই জনকে যুক্ত করে ৭ সদস্যের কমিটি হবে। তবে দুই বিচারপতি প্রস্তাব দিতে পারবেন না। ভোট দিতে পারবেন।
তাতেও সিদ্ধান্ত না হলে র্যাংকিং পদ্ধতি অনুসরণ করে সবচেয়ে গ্রহণযোগ্যতা ব্যক্তিকে বাছাই করা হবে। অনেকেই এতে একমত।
কিন্তু বিএনপি তাতে রাজি নয়। তারা সর্বশেষ অপশন হিসেবে সংসদে সমাধান করতে হবে। আমরা এ বিষয়টি পুনর্বিবেচনা করতে বিএনপিকে আহ্বান জানাই।