০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চুক্তি ভঙ্গের অভিযোগে নিতিশের বিরুদ্ধে ৫ কোটি রুপির মামলা

  • Voice24 Admin
  • Update Time : ১২:০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ৫৪১ Time View

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের মাঝপথে ইনজুরির কারণে ছিটকে গেছেন, জাতীয় দলে জায়গা ধরে রাখতে পারেননি, এসব হতাশার মধ্যেই এবার আরেক দুঃসংবাদ শুনলেন তরুণ ভারতীয় অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি। ব্যক্তিগত আর্থিক বিরোধে জড়িয়ে তার বিরুদ্ধে মামলা হয়েছে ভারতের দিল্লি হাইকোর্টে।

বাঁ পায়ের চোটে ভোগা ২২ বছর বয়সী এই ক্রিকেটার ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ দুই টেস্ট খেলতে পারছেন না। তাই সিরিজের মাঝপথেই দেশে ফিরে যান তিনি। তবে দেশে ফিরেও শান্তি নেই তার।

ভারতের প্রতিভা ব্যবস্থাপনা ও বিপণন প্রতিষ্ঠান ‘স্কয়ার দ্য ওয়ান প্রাইভেট লিমিটেড’ দাবি করেছে, ৫ কোটি রুপি বকেয়া পাওনা রয়েছে তাদের। সেই দাবিকে কেন্দ্র করেই দিল্লি হাইকোর্টে আইনি পিটিশন করেছে বেঙ্গালুরুভিত্তিক প্রতিষ্ঠানটি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এবং নিউজ ১৮ জানায়, সালিশি ও মীমাংসা আইন ১৯৯৬-এর ১১ (৬) ধারা অনুসারে মামলাটি করা হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক শিব ধাওয়ান মামলার বিষয়টি স্বীকার করেছেন, যদিও মামলার সবিস্তার কিছু জানাননি।

অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালে নিতিশ তিন বছরের একটি চুক্তিতে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হন। এই চুক্তির আওতায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা এবং বিভিন্ন বিজ্ঞাপনী কার্যক্রমে অংশ নেওয়ার কথা ছিল তার। প্রথমদিকে নিয়মিত থাকলেও গত বছরের ডিসেম্বর থেকে নিতিশ প্রতিষ্ঠানটির কোনো ক্যাম্পেইনে অংশ নিচ্ছেন না।

তার চেয়েও বড় বিষয় হলো, চলমান ইংল্যান্ড সিরিজের মধ্যেই প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি একতরফাভাবে বাতিল করে দেন নিতিশ। এ কারণেই ক্ষতিপূরণ হিসেবে ৫ কোটি রুপি দাবি করছে প্রতিষ্ঠানটি। আগামীকাল (রবিবার) দিল্লি হাইকোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

ক্রিকেট ক্যারিয়ারেও সময়টা ভালো যাচ্ছে না নিতিশ রেড্ডির। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় টেস্টে খেললেও ব্যাটে-বলে কোনো প্রভাব ফেলতে পারেননি। দুই টেস্ট মিলিয়ে করেছেন মাত্র ৪৫ রান, বল হাতে নিয়েছেন মাত্র ৩ উইকেট।

জাতীয় দলে জায়গা হারানোর সঙ্গে সঙ্গে এবার আইনি জটিলতায়ও জড়িয়ে পড়লেন নিতিশ। চোট, পারফরম্যান্স ও প্রভাবশালী প্রতিষ্ঠানের মামলা। সব মিলিয়ে ক্যারিয়ারের শুরুতেই কঠিন সময় পার করছেন তিনি।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ

চুক্তি ভঙ্গের অভিযোগে নিতিশের বিরুদ্ধে ৫ কোটি রুপির মামলা

Update Time : ১২:০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের মাঝপথে ইনজুরির কারণে ছিটকে গেছেন, জাতীয় দলে জায়গা ধরে রাখতে পারেননি, এসব হতাশার মধ্যেই এবার আরেক দুঃসংবাদ শুনলেন তরুণ ভারতীয় অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি। ব্যক্তিগত আর্থিক বিরোধে জড়িয়ে তার বিরুদ্ধে মামলা হয়েছে ভারতের দিল্লি হাইকোর্টে।

বাঁ পায়ের চোটে ভোগা ২২ বছর বয়সী এই ক্রিকেটার ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ দুই টেস্ট খেলতে পারছেন না। তাই সিরিজের মাঝপথেই দেশে ফিরে যান তিনি। তবে দেশে ফিরেও শান্তি নেই তার।

ভারতের প্রতিভা ব্যবস্থাপনা ও বিপণন প্রতিষ্ঠান ‘স্কয়ার দ্য ওয়ান প্রাইভেট লিমিটেড’ দাবি করেছে, ৫ কোটি রুপি বকেয়া পাওনা রয়েছে তাদের। সেই দাবিকে কেন্দ্র করেই দিল্লি হাইকোর্টে আইনি পিটিশন করেছে বেঙ্গালুরুভিত্তিক প্রতিষ্ঠানটি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এবং নিউজ ১৮ জানায়, সালিশি ও মীমাংসা আইন ১৯৯৬-এর ১১ (৬) ধারা অনুসারে মামলাটি করা হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক শিব ধাওয়ান মামলার বিষয়টি স্বীকার করেছেন, যদিও মামলার সবিস্তার কিছু জানাননি।

অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালে নিতিশ তিন বছরের একটি চুক্তিতে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হন। এই চুক্তির আওতায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা এবং বিভিন্ন বিজ্ঞাপনী কার্যক্রমে অংশ নেওয়ার কথা ছিল তার। প্রথমদিকে নিয়মিত থাকলেও গত বছরের ডিসেম্বর থেকে নিতিশ প্রতিষ্ঠানটির কোনো ক্যাম্পেইনে অংশ নিচ্ছেন না।

তার চেয়েও বড় বিষয় হলো, চলমান ইংল্যান্ড সিরিজের মধ্যেই প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি একতরফাভাবে বাতিল করে দেন নিতিশ। এ কারণেই ক্ষতিপূরণ হিসেবে ৫ কোটি রুপি দাবি করছে প্রতিষ্ঠানটি। আগামীকাল (রবিবার) দিল্লি হাইকোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

ক্রিকেট ক্যারিয়ারেও সময়টা ভালো যাচ্ছে না নিতিশ রেড্ডির। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় টেস্টে খেললেও ব্যাটে-বলে কোনো প্রভাব ফেলতে পারেননি। দুই টেস্ট মিলিয়ে করেছেন মাত্র ৪৫ রান, বল হাতে নিয়েছেন মাত্র ৩ উইকেট।

জাতীয় দলে জায়গা হারানোর সঙ্গে সঙ্গে এবার আইনি জটিলতায়ও জড়িয়ে পড়লেন নিতিশ। চোট, পারফরম্যান্স ও প্রভাবশালী প্রতিষ্ঠানের মামলা। সব মিলিয়ে ক্যারিয়ারের শুরুতেই কঠিন সময় পার করছেন তিনি।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।