০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৮ বলেই ৫ উইকেট, ইতিহাসে নাম লেখালেন ফিনল্যান্ডের তাম্বে

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৫৮১ Time View
মাহেশ তাম্বে/সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বলে পাঁচ উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড এখন ফিনল্যান্ডের মাহেশ তাম্বের দখলে।

রোববার (২৭ জুলাই) এস্তোনিয়ায় সিরিজ নির্ধারণী ম্যাচে এই অবিশ্বাস্য কীর্তি গড়েন ফিনল্যান্ডের এই ডানহাতি মিডিয়াম পেসার।

মাত্র ৮ বলেই তুলে নেন ৫ উইকেট, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে দ্রুততম পাঁচ উইকেট শিকার।

১৭তম ওভারে বোলিংয়ে এসে তাম্বে তাণ্ডব শুরু করেন। ওই ওভারের তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ বলে তুলে নেন তিনটি উইকেট।

এরপর ১৯তম ওভারের প্রথম ও দ্বিতীয় বলে আরও দুই ব্যাটারকে ফিরিয়ে পূর্ণ করেন পাঁচ উইকেট।
এই দুই ওভারে তিনি গড়েন টানা তিন বলে হ্যাটট্রিক এবং ভাঙেন বাহরাইনের জুনায়েদ আজিজের ১০ বলে পাঁচ উইকেট নেওয়ার আগের রেকর্ড।

তাম্বের আগুনে স্পেলে এস্তোনিয়ার রান থেমে যায় ১৪১-এ, যেখানে তারা একসময় ১৬০’র বেশি করার পথেই ছিল।

বিশেষ চমক হিসেবে, তাম্বে ফেরান এস্তোনিয়ার সেরা ব্যাটার সাহিল চৌহানকেও (২৩ বলে ১৪)। এই চৌহানই গত বছর সাইপ্রাসের বিপক্ষে মাত্র ২৭ বলে টি-টোয়েন্টি সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েছিলেন।

১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আরাভিন্দ মোহনের হার না মানা ৬৭ রান ও জর্ডান ও’ব্রায়েন ও আমজাদ শেরের কার্যকর ইনিংস ফিনল্যান্ডকে এনে দেয় ২-১ সিরিজ জয়।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ

৮ বলেই ৫ উইকেট, ইতিহাসে নাম লেখালেন ফিনল্যান্ডের তাম্বে

সময়ঃ ১২:০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
মাহেশ তাম্বে/সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বলে পাঁচ উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড এখন ফিনল্যান্ডের মাহেশ তাম্বের দখলে।

রোববার (২৭ জুলাই) এস্তোনিয়ায় সিরিজ নির্ধারণী ম্যাচে এই অবিশ্বাস্য কীর্তি গড়েন ফিনল্যান্ডের এই ডানহাতি মিডিয়াম পেসার।

মাত্র ৮ বলেই তুলে নেন ৫ উইকেট, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে দ্রুততম পাঁচ উইকেট শিকার।

১৭তম ওভারে বোলিংয়ে এসে তাম্বে তাণ্ডব শুরু করেন। ওই ওভারের তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ বলে তুলে নেন তিনটি উইকেট।

এরপর ১৯তম ওভারের প্রথম ও দ্বিতীয় বলে আরও দুই ব্যাটারকে ফিরিয়ে পূর্ণ করেন পাঁচ উইকেট।
এই দুই ওভারে তিনি গড়েন টানা তিন বলে হ্যাটট্রিক এবং ভাঙেন বাহরাইনের জুনায়েদ আজিজের ১০ বলে পাঁচ উইকেট নেওয়ার আগের রেকর্ড।

তাম্বের আগুনে স্পেলে এস্তোনিয়ার রান থেমে যায় ১৪১-এ, যেখানে তারা একসময় ১৬০’র বেশি করার পথেই ছিল।

বিশেষ চমক হিসেবে, তাম্বে ফেরান এস্তোনিয়ার সেরা ব্যাটার সাহিল চৌহানকেও (২৩ বলে ১৪)। এই চৌহানই গত বছর সাইপ্রাসের বিপক্ষে মাত্র ২৭ বলে টি-টোয়েন্টি সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েছিলেন।

১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আরাভিন্দ মোহনের হার না মানা ৬৭ রান ও জর্ডান ও’ব্রায়েন ও আমজাদ শেরের কার্যকর ইনিংস ফিনল্যান্ডকে এনে দেয় ২-১ সিরিজ জয়।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।