০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুর সীমান্ত দিয়ে ১৮ নারী-পুরুষকে পুশইন করেছে বিএসএফ

  • Voice24 Admin
  • Update Time : ১২:০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৫৪৩ Time View

মেহেরপুর: গাংনী উপজেলার বিভিন্ন সীমান্তে সাতজন নারীসহ ১৮ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপর থেকে বিকাল পর্যন্ত উপজেলার কাজিপুর সীমান্ত দিয়ে ছয়জন, সহড়াতলা সীমান্ত দিয়ে তিনজন ও দৌলতপুর উপজেলার মথুরাপুর সীমান্ত দিয়ে ছয়জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

কুষ্টিয়া ৪৭ বিজিবি’র দায়িত্বপূর্ণ কাজিপুর কোম্পানি কমান্ডার সুবেদার হাবিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, বাংলাদেশের এসব নারী-পুুরুষ বিভিন্ন সময়ে ভারতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেলে ছিলেন। সাজা শেষ হওয়ার পর বিএসএফ সীমান্তের ওপারে তাদের জড়ো করে সুযোগ বুঝে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে।  

পুশইন করা এসব ব্যক্তির বাড়ি নড়াইল, নারায়নগঞ্জ, যশোর, খুলনা এবং ঠাকুরগাও জেলায়।

বিজিবির পক্ষ থেকে মঙ্গলবার বিকালে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর মথুরাপুর বিওপিতে কর্মরত হাবিলদার রবিউল ইসলামের নেতৃত্বে একটি টহল দল বেলা সাড়ে ১২টার দিকে মথুরাপুর বাঁশবাগানের মধ্যে থেকে ছয়জনকে, মেওড়াতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার রফিকের নেতৃত্বে একটি টিম আন্তর্জাতিক সীমান্ত পিলারের নিকট হতে তিনজনকে এবং কাজিপুর বিওপির সুবেদার হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টহল দল আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪৫ ও ১৪৬ এর মাঝখান থেকে নয়জনকে আটক করেন।
 
এনিয়ে বিএসএফকে প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে, এখনো তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। সাড়া পাওয়া গেলে নোম্যান্সল্যান্ডে পতাকা বৈঠক করা হবে।

এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ

‘মৌলিক সংস্কারের ভিত্তিতে না হলে জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি’

মেহেরপুর সীমান্ত দিয়ে ১৮ নারী-পুরুষকে পুশইন করেছে বিএসএফ

Update Time : ১২:০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

মেহেরপুর: গাংনী উপজেলার বিভিন্ন সীমান্তে সাতজন নারীসহ ১৮ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপর থেকে বিকাল পর্যন্ত উপজেলার কাজিপুর সীমান্ত দিয়ে ছয়জন, সহড়াতলা সীমান্ত দিয়ে তিনজন ও দৌলতপুর উপজেলার মথুরাপুর সীমান্ত দিয়ে ছয়জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

কুষ্টিয়া ৪৭ বিজিবি’র দায়িত্বপূর্ণ কাজিপুর কোম্পানি কমান্ডার সুবেদার হাবিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, বাংলাদেশের এসব নারী-পুুরুষ বিভিন্ন সময়ে ভারতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেলে ছিলেন। সাজা শেষ হওয়ার পর বিএসএফ সীমান্তের ওপারে তাদের জড়ো করে সুযোগ বুঝে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে।  

পুশইন করা এসব ব্যক্তির বাড়ি নড়াইল, নারায়নগঞ্জ, যশোর, খুলনা এবং ঠাকুরগাও জেলায়।

বিজিবির পক্ষ থেকে মঙ্গলবার বিকালে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর মথুরাপুর বিওপিতে কর্মরত হাবিলদার রবিউল ইসলামের নেতৃত্বে একটি টহল দল বেলা সাড়ে ১২টার দিকে মথুরাপুর বাঁশবাগানের মধ্যে থেকে ছয়জনকে, মেওড়াতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার রফিকের নেতৃত্বে একটি টিম আন্তর্জাতিক সীমান্ত পিলারের নিকট হতে তিনজনকে এবং কাজিপুর বিওপির সুবেদার হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টহল দল আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪৫ ও ১৪৬ এর মাঝখান থেকে নয়জনকে আটক করেন।
 
এনিয়ে বিএসএফকে প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে, এখনো তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। সাড়া পাওয়া গেলে নোম্যান্সল্যান্ডে পতাকা বৈঠক করা হবে।

এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।