০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

  • Voice24 Admin
  • Update Time : ১২:০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ৫৪৪ Time View
ডাকাতির প্রস্তুতিরকালে গ্রেপ্তার ৪ সদস্য

ঢাকা: রাজধানীর পল্লবী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার সদস্যের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৩১ জুলাই) র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত মঙ্গলবার (৩০ জুলাই) রাতে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পল্লবী থানাধীন কালশী মোড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলো- মো. সোহাগ (৩০), মো. সজিব (৩৫), মো. সুমন (৪২) ও মো. বাবু (৩২)।

র‌্যাব জানায়, অভিযানের সময় ৮-১০ জনের একটি ডাকাত দল পল্লবীর ইসিবি চত্তরগামী যাত্রী ছাউনির নিচে ফাঁকা জায়গায় একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা গেলেও তাদের কয়েকজন সহযোগী পালিয়ে যায়।

গ্রেপ্তারদের কাছ থেকে ১টি সুইচগিয়ার চাকু, ১টি কাঠের বাটযুক্ত চাপাতি, ১টি তালা কাটার যন্ত্র, ১টি লোহার হাসুয়া, ১টি কাঠের বাটযুক্ত দা, ১টি প্লাস্টিকের বাটযুক্ত চাকু, ১টি ইলেকট্রিক শক মেশিন এবং ২টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, মো. সোহাগের নেতৃত্বে তারা ডাকাতির উদ্দেশে একত্র হয়েছিল। তার বিরুদ্ধে পল্লবী থানায় একাধিক মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাবের এ কর্মকর্তা।

এমএমআই/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ

পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

Update Time : ১২:০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
ডাকাতির প্রস্তুতিরকালে গ্রেপ্তার ৪ সদস্য

ঢাকা: রাজধানীর পল্লবী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার সদস্যের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৩১ জুলাই) র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত মঙ্গলবার (৩০ জুলাই) রাতে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পল্লবী থানাধীন কালশী মোড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলো- মো. সোহাগ (৩০), মো. সজিব (৩৫), মো. সুমন (৪২) ও মো. বাবু (৩২)।

র‌্যাব জানায়, অভিযানের সময় ৮-১০ জনের একটি ডাকাত দল পল্লবীর ইসিবি চত্তরগামী যাত্রী ছাউনির নিচে ফাঁকা জায়গায় একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা গেলেও তাদের কয়েকজন সহযোগী পালিয়ে যায়।

গ্রেপ্তারদের কাছ থেকে ১টি সুইচগিয়ার চাকু, ১টি কাঠের বাটযুক্ত চাপাতি, ১টি তালা কাটার যন্ত্র, ১টি লোহার হাসুয়া, ১টি কাঠের বাটযুক্ত দা, ১টি প্লাস্টিকের বাটযুক্ত চাকু, ১টি ইলেকট্রিক শক মেশিন এবং ২টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, মো. সোহাগের নেতৃত্বে তারা ডাকাতির উদ্দেশে একত্র হয়েছিল। তার বিরুদ্ধে পল্লবী থানায় একাধিক মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাবের এ কর্মকর্তা।

এমএমআই/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।