০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অর্থনীতি থমকে গেছে, উত্তরণে দ্রুত সুষ্ঠু নির্বাচন অপরিহার্য: আমীর খসরু

  • Voice24 Admin
  • Update Time : ১২:০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ৫৪৫ Time View
বক্তব্য দিচ্ছেন আমীর খসরু

রংপুর: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনির্বাচিত সরকারের কারণে বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্থবির হয়ে পড়েছে। বিনিয়োগকারীদের আস্থা কমে যাচ্ছে, অর্থনীতির গতি থমকে গেছে।

এর অবসান ঘটাতে হলে দ্রুত একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অপরিহার্য।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রংপুর বিভাগের অর্থনীতি পুনরুদ্ধার ও উন্নয়নের লক্ষ্যে রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

রংপুর নগরের জাহাজ কোম্পানি মোড়ে অবস্থিত চেম্বার অব কমার্স ভবনের সম্মেলন কক্ষে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি এমদাদুল হোসেন ভরসা।
‎ 
‎সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন হায়দার, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু এবং রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম।

আমীর খসরু বলেন, এখন আর প্রতিশ্রুতির বন্যা মানুষ গ্রহণ করে না। জনগণ বাস্তবায়ন চায়, অংশগ্রহণ চায়, ফল চায়। বিএনপি সেই বাস্তবতাকে গুরুত্ব দিয়ে আগামী দিনের পরিকল্পনা করছে, যাতে অর্থনীতি ও রাজনীতি পরস্পর সহযোগী হয়ে ওঠে।

বিএনপির এ নেতা আরও বলেন, আগামীতে কোনো বিশেষ গোষ্ঠী আর দেশের অর্থনীতি কুক্ষিগত করতে পারবে না।

তিনি বলেন, প্রতিটি নাগরিক যেন অর্থনৈতিক কাজে অংশ নিতে পারে, সেই সুযোগ তৈরি করব আমরা। উত্তরাঞ্চলে তথ্য-প্রযুক্তি খাতকে ঘিরে লাখো তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব-এটি বিএনপির অগ্রাধিকার।

সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনা পালানোর পর দেশের রাজনীতিতে একটি মানসিক পরিবর্তন এসেছে। এখন আমাদের প্রত্যাশা ও দায়িত্ব বাড়ছে। আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তবে জনগণের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করব।  

তিনি বলেন, হস্ত ও তাঁতশিল্পের মাধ্যমে রংপুরের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। কামারের পণ্য রপ্তানিযোগ্য হলেও তা রপ্তানি হচ্ছে না। এটা আমাদের ব্যর্থতা। আমাদের লক্ষ্য, রংপুরে কল-কারখানা সেন্টার, স্কিল ডেভেলপমেন্ট সেন্টার প্রতিষ্ঠা এবং স্থানীয় উদ্যোক্তা তৈরি করা। সভায় প্রধান অতিথি ছিলেন আমীর খসরু
‎ 
আমাদের পরিকল্পনায় রয়েছে- উদ্যোক্তাদের আর্থিক সুবিধা ও কাঁচামাল সরবরাহ নিশ্চিত করা। বিদেশে সোনার অলংকার রপ্তানি এবং ডায়মন্ড কাটিং সেক্টরেও কাজ করার পরিকল্পনা আছে। বিএনপি একটি ব্যবসাবান্ধব দল। বাংলাদেশে এখন সবচেয়ে বেশি প্রয়োজন একটি জনগণের নির্বাচিত সরকার। না হলে বিদেশি বিনিয়োগকারীরা আসবে না, যোগ করেন আমীর খসরু।
‎ 
‎সভায় বক্তারা বলেন, ঢাকাকেন্দ্রিক উন্নয়নের ফলে রংপুরের মানুষ বাধ্য হচ্ছে গাজীপুর বা রাজধানীমুখী হতে। অথচ এ অঞ্চলেই রয়েছে বিশাল সম্ভাবনা। রংপুরের অর্থনীতি চাঙা করতে হলে রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকারাবদ্ধ হতে হবে।
‎ 
‎সভায় বক্তারা রংপুর চেম্বারের পক্ষ থেকে রংপুরের উন্নয়নের স্বার্থে রাজনৈতিক ঐক্য, জবাবদিহিতামূলক সরকার এবং স্থানীয় উদ্যোগগুলোর প্রতি মনোযোগ বাড়ানোর আহ্বান জানান।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ

অর্থনীতি থমকে গেছে, উত্তরণে দ্রুত সুষ্ঠু নির্বাচন অপরিহার্য: আমীর খসরু

Update Time : ১২:০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
বক্তব্য দিচ্ছেন আমীর খসরু

রংপুর: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনির্বাচিত সরকারের কারণে বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্থবির হয়ে পড়েছে। বিনিয়োগকারীদের আস্থা কমে যাচ্ছে, অর্থনীতির গতি থমকে গেছে।

এর অবসান ঘটাতে হলে দ্রুত একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অপরিহার্য।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রংপুর বিভাগের অর্থনীতি পুনরুদ্ধার ও উন্নয়নের লক্ষ্যে রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

রংপুর নগরের জাহাজ কোম্পানি মোড়ে অবস্থিত চেম্বার অব কমার্স ভবনের সম্মেলন কক্ষে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি এমদাদুল হোসেন ভরসা।
‎ 
‎সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন হায়দার, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু এবং রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম।

আমীর খসরু বলেন, এখন আর প্রতিশ্রুতির বন্যা মানুষ গ্রহণ করে না। জনগণ বাস্তবায়ন চায়, অংশগ্রহণ চায়, ফল চায়। বিএনপি সেই বাস্তবতাকে গুরুত্ব দিয়ে আগামী দিনের পরিকল্পনা করছে, যাতে অর্থনীতি ও রাজনীতি পরস্পর সহযোগী হয়ে ওঠে।

বিএনপির এ নেতা আরও বলেন, আগামীতে কোনো বিশেষ গোষ্ঠী আর দেশের অর্থনীতি কুক্ষিগত করতে পারবে না।

তিনি বলেন, প্রতিটি নাগরিক যেন অর্থনৈতিক কাজে অংশ নিতে পারে, সেই সুযোগ তৈরি করব আমরা। উত্তরাঞ্চলে তথ্য-প্রযুক্তি খাতকে ঘিরে লাখো তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব-এটি বিএনপির অগ্রাধিকার।

সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনা পালানোর পর দেশের রাজনীতিতে একটি মানসিক পরিবর্তন এসেছে। এখন আমাদের প্রত্যাশা ও দায়িত্ব বাড়ছে। আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তবে জনগণের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করব।  

তিনি বলেন, হস্ত ও তাঁতশিল্পের মাধ্যমে রংপুরের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। কামারের পণ্য রপ্তানিযোগ্য হলেও তা রপ্তানি হচ্ছে না। এটা আমাদের ব্যর্থতা। আমাদের লক্ষ্য, রংপুরে কল-কারখানা সেন্টার, স্কিল ডেভেলপমেন্ট সেন্টার প্রতিষ্ঠা এবং স্থানীয় উদ্যোক্তা তৈরি করা। সভায় প্রধান অতিথি ছিলেন আমীর খসরু
‎ 
আমাদের পরিকল্পনায় রয়েছে- উদ্যোক্তাদের আর্থিক সুবিধা ও কাঁচামাল সরবরাহ নিশ্চিত করা। বিদেশে সোনার অলংকার রপ্তানি এবং ডায়মন্ড কাটিং সেক্টরেও কাজ করার পরিকল্পনা আছে। বিএনপি একটি ব্যবসাবান্ধব দল। বাংলাদেশে এখন সবচেয়ে বেশি প্রয়োজন একটি জনগণের নির্বাচিত সরকার। না হলে বিদেশি বিনিয়োগকারীরা আসবে না, যোগ করেন আমীর খসরু।
‎ 
‎সভায় বক্তারা বলেন, ঢাকাকেন্দ্রিক উন্নয়নের ফলে রংপুরের মানুষ বাধ্য হচ্ছে গাজীপুর বা রাজধানীমুখী হতে। অথচ এ অঞ্চলেই রয়েছে বিশাল সম্ভাবনা। রংপুরের অর্থনীতি চাঙা করতে হলে রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকারাবদ্ধ হতে হবে।
‎ 
‎সভায় বক্তারা রংপুর চেম্বারের পক্ষ থেকে রংপুরের উন্নয়নের স্বার্থে রাজনৈতিক ঐক্য, জবাবদিহিতামূলক সরকার এবং স্থানীয় উদ্যোগগুলোর প্রতি মনোযোগ বাড়ানোর আহ্বান জানান।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।