০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়ি রাবার বাগানে মিলল অটোরিকশাচালকের গলাকাটা লাশ

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ৫৫৮ Time View
প্রতীকী ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নুরুল আবছার (১৮) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (১৭ আগস্ট) দুপুরে কুমির প্রজনন কেন্দ্র সংলগ্ন কচুবনিয়া রাবার বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নুরুল আবছার উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-জি এলাকার বাসিন্দা জাফর আলমের ছেলে। তিনি পেশায় অটোচালক ছিলেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) জাফর ইকবাল।  

নিহতের পরিবার জানায়, শনিবার নুরুল আবছার অটো নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রাতভর তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো খোঁজ পাওয়া যায়নি। রোববার সকালে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে রাবার বাগানে গিয়ে তার গলাকাটা লাশ দেখতে পান। তার অটোরিকশা ও মোবাইল ফোন পাওয়া যায়নি।

নিহতের বাবা জাফর আলম অভিযোগ করে বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাকে হত্যার পর অটোরিকশা ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।  

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) জাফর ইকবাল বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে আমরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে মনে করছি। নিহতের অটো ও মোবাইল ফোন পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ

টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর, ২০২৫)

নাইক্ষ্যংছড়ি রাবার বাগানে মিলল অটোরিকশাচালকের গলাকাটা লাশ

সময়ঃ ১২:০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
প্রতীকী ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নুরুল আবছার (১৮) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (১৭ আগস্ট) দুপুরে কুমির প্রজনন কেন্দ্র সংলগ্ন কচুবনিয়া রাবার বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নুরুল আবছার উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-জি এলাকার বাসিন্দা জাফর আলমের ছেলে। তিনি পেশায় অটোচালক ছিলেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) জাফর ইকবাল।  

নিহতের পরিবার জানায়, শনিবার নুরুল আবছার অটো নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রাতভর তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো খোঁজ পাওয়া যায়নি। রোববার সকালে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে রাবার বাগানে গিয়ে তার গলাকাটা লাশ দেখতে পান। তার অটোরিকশা ও মোবাইল ফোন পাওয়া যায়নি।

নিহতের বাবা জাফর আলম অভিযোগ করে বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাকে হত্যার পর অটোরিকশা ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।  

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) জাফর ইকবাল বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে আমরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে মনে করছি। নিহতের অটো ও মোবাইল ফোন পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।