০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন: এবার প্রধান সমন্বয়ক রনিসহ অজ্ঞাত ৮১ জনের নামে মামলা

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ৫৫৮ Time View

বরিশাল: বরিশালে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন রনির বিরুদ্ধে মামলা হয়েছে।  

সোমবার (১৮ আগস্ট) হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী বাহাদুর শিকদার কোতোয়ালি মডেল থানায় বাদী হয়ে ওই মামলা দায়ের করেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন।

 

তিনি জানান, মামলায় স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন রনিকে একমাত্র নামধারী আসামি করা হয়েছে। এছাড়াও মামলায় আসামি হিসেবে রয়েছেন অজ্ঞাতনামা আরও ৮০ জন। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।

 আসামিদের বিরুদ্ধে জনতার ওপর হামলা, হত্যার উদ্দেশে আঘাতসহ মারধর করে গুরুতর ও সাধারণ জখম এবং হুমকি বেআইনি অভিযোগ আনা হয়েছে।  

মামলায় বাদী উল্লেখ করেন, গত কয়েকদিন ধরে মহিউদ্দিন রনির নেতৃত্বে অজ্ঞাত আসামিরা বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছেন। ধারাবাহিকতায় রোববার রনির নেতৃত্বে দুপুর আড়াইটার দিকে হাসপাতালের মেডিসিন-২ এর ডা. দিলিপ রায়ের পথরোধ করে বেধরকভাবে মারধর করে। ঘটনাস্থলের পাশে দাঁড়ানো ছিল বাদী বাহাদুর। আসামিরা বেআইনিভাবে জনতার ওপর লোহার রড, লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করে। এ সময় মহিউদ্দিন রনির হাতে থাকা লোহার রড দিয়ে তাকে মাথায় আঘাত করে। এছাড়াও এলোপাতাড়িভাবে পিটিয়ে আহত করেছে। তাদের কবল থেকে রক্ষায় কতিপয় কর্মচারী এগিয়ে এসে তাকে রক্ষা করে। এ সময় আসামিরা ইটপাটকেল নিক্ষেপ করে রোগীদের স্বজনসহ কয়েকজন কর্মচারীকেও রক্তাক্ত জখম করেছে। আসামিরা হাসপাতালের কর্মচারীদের রাস্তায় পেলে খুন জখমের হুমকি দিয়েছেন।

এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ

টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর, ২০২৫)

স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন: এবার প্রধান সমন্বয়ক রনিসহ অজ্ঞাত ৮১ জনের নামে মামলা

সময়ঃ ১২:০০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

বরিশাল: বরিশালে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন রনির বিরুদ্ধে মামলা হয়েছে।  

সোমবার (১৮ আগস্ট) হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী বাহাদুর শিকদার কোতোয়ালি মডেল থানায় বাদী হয়ে ওই মামলা দায়ের করেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন।

 

তিনি জানান, মামলায় স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন রনিকে একমাত্র নামধারী আসামি করা হয়েছে। এছাড়াও মামলায় আসামি হিসেবে রয়েছেন অজ্ঞাতনামা আরও ৮০ জন। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।

 আসামিদের বিরুদ্ধে জনতার ওপর হামলা, হত্যার উদ্দেশে আঘাতসহ মারধর করে গুরুতর ও সাধারণ জখম এবং হুমকি বেআইনি অভিযোগ আনা হয়েছে।  

মামলায় বাদী উল্লেখ করেন, গত কয়েকদিন ধরে মহিউদ্দিন রনির নেতৃত্বে অজ্ঞাত আসামিরা বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছেন। ধারাবাহিকতায় রোববার রনির নেতৃত্বে দুপুর আড়াইটার দিকে হাসপাতালের মেডিসিন-২ এর ডা. দিলিপ রায়ের পথরোধ করে বেধরকভাবে মারধর করে। ঘটনাস্থলের পাশে দাঁড়ানো ছিল বাদী বাহাদুর। আসামিরা বেআইনিভাবে জনতার ওপর লোহার রড, লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করে। এ সময় মহিউদ্দিন রনির হাতে থাকা লোহার রড দিয়ে তাকে মাথায় আঘাত করে। এছাড়াও এলোপাতাড়িভাবে পিটিয়ে আহত করেছে। তাদের কবল থেকে রক্ষায় কতিপয় কর্মচারী এগিয়ে এসে তাকে রক্ষা করে। এ সময় আসামিরা ইটপাটকেল নিক্ষেপ করে রোগীদের স্বজনসহ কয়েকজন কর্মচারীকেও রক্তাক্ত জখম করেছে। আসামিরা হাসপাতালের কর্মচারীদের রাস্তায় পেলে খুন জখমের হুমকি দিয়েছেন।

এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।