০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বুড়িগঙ্গায় নারী-শিশুসহ চার লাশ উদ্ধার

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ৫৫৮ Time View

বুড়িগঙ্গা নদী থেকে একদিনে নারী ও শিশুসহ চারজনের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনাক্ত না হওয়া মরদেহগুলোর মধ্যে রয়েছে চার বছরের এক শিশু, দুই নারী ও একজন পুরুষ।

শনিবার (২৩ আগস্ট) দুপুর থেকে রাত পর্যন্ত কেরানীগঞ্জের দুটি স্থানে এসব মরদেহ উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা গণমাধ্যমকে বলেন, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দুপুর সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জের মীরেরবাগ কোল্ড স্টোরেজের কাছে প্রথম মরদেহটি ভেসে ওঠে। নিহত নারীটির বয়স আনুমানিক ৩০ বছর। তার গলায় কালো রঙের বোরকা প্যাঁচানো ছিল এবং পরনে গোলাপি সালোয়ার-কামিজ।

এর এক ঘণ্টা পর একই স্থান থেকে ওড়নায় জড়ানো অবস্থায় উদ্ধার করা হয় তিন বছরের এক ছেলে শিশুর মরদেহ।

দিনের দ্বিতীয় ঘটনায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের মাদারীপুর জামে মসজিদের কাছে ভেসে ওঠে আরও দুইজনের মরদেহ। এদের মধ্যে প্রায় ৪০ বছরের এক পুরুষ ও ৩০ বছরের এক নারী রয়েছেন। পুরুষটির গায়ে ছিল কালো প্যান্ট ও চেক ফুলশার্ট, আর নারীর পরনে ছিল ছাই রঙের গেঞ্জি ও লাল সালোয়ার। উভয়ের শরীরে সামান্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ঢাকা জেলার নৌ-পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, একই দিনে চার লাশ উদ্ধার অত্যন্ত গুরুতর বিষয়। আমরা এর কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছি। মরদেহগুলোর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এমএমআই/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ

বুড়িগঙ্গায় নারী-শিশুসহ চার লাশ উদ্ধার

সময়ঃ ১২:০৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

বুড়িগঙ্গা নদী থেকে একদিনে নারী ও শিশুসহ চারজনের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনাক্ত না হওয়া মরদেহগুলোর মধ্যে রয়েছে চার বছরের এক শিশু, দুই নারী ও একজন পুরুষ।

শনিবার (২৩ আগস্ট) দুপুর থেকে রাত পর্যন্ত কেরানীগঞ্জের দুটি স্থানে এসব মরদেহ উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা গণমাধ্যমকে বলেন, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দুপুর সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জের মীরেরবাগ কোল্ড স্টোরেজের কাছে প্রথম মরদেহটি ভেসে ওঠে। নিহত নারীটির বয়স আনুমানিক ৩০ বছর। তার গলায় কালো রঙের বোরকা প্যাঁচানো ছিল এবং পরনে গোলাপি সালোয়ার-কামিজ।

এর এক ঘণ্টা পর একই স্থান থেকে ওড়নায় জড়ানো অবস্থায় উদ্ধার করা হয় তিন বছরের এক ছেলে শিশুর মরদেহ।

দিনের দ্বিতীয় ঘটনায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের মাদারীপুর জামে মসজিদের কাছে ভেসে ওঠে আরও দুইজনের মরদেহ। এদের মধ্যে প্রায় ৪০ বছরের এক পুরুষ ও ৩০ বছরের এক নারী রয়েছেন। পুরুষটির গায়ে ছিল কালো প্যান্ট ও চেক ফুলশার্ট, আর নারীর পরনে ছিল ছাই রঙের গেঞ্জি ও লাল সালোয়ার। উভয়ের শরীরে সামান্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ঢাকা জেলার নৌ-পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, একই দিনে চার লাশ উদ্ধার অত্যন্ত গুরুতর বিষয়। আমরা এর কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছি। মরদেহগুলোর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এমএমআই/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।