০১:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নুরের ওপর হামলা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার বহিঃপ্রকাশ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ৫৪৪ Time View
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ নেতাকর্মীদের ওপর হামলা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার বহিঃপ্রকাশ বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে প্লাটফর্মটি দ্রুত পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) প্লাটফর্মের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, নুরুল হক নুর কোটা সংস্কার আন্দোলন, আবরার-ফাহাদ হত্যাবিরোধী আন্দোলনসহ সব ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা। তিনি অভ্যুত্থানকালীন সময়ে কারাবন্দি ও নির্যাতিত ছিলেন। অথচ অভ্যুত্থানোত্তর নয়া বাংলাদেশে এমন একজন যোদ্ধার ওপর আইনশৃঙ্খলা বাহিনীর নগ্ন হামলা অত্যন্ত উদ্বেগজনক।  
তিনি বলেন, এ ঘটনার দায় হাজারও শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তী সরকারের নানা ব্যর্থতার বহিঃপ্রকাশেরই অংশ এবং এটি জুলাই ছাত্র-জনতার শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার সমতুল্য।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন মহল আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত, যার অন্যতম অংশ জাতীয় পার্টি (জাপা)। মিলিটারি এস্টাবলিশমেন্টও এই ফ্যাসিস্ট সহযোগীকে নানাভাবে সহায়তা দিয়ে আওয়ামী পুনর্বাসনের চেষ্টা করছে। আজ অন্তর্বর্তী সরকার, প্রশাসন ও সেনাবাহিনী কর্তৃক জাপার অফিস পাহারা দিয়ে জুলাই যোদ্ধাদের ওপর হামলা সেই ঘৃণ্য ষড়যন্ত্রেরই অংশ।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, তা কেবল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, জুলাই যোদ্ধাদের ওপর বলপ্রয়োগের জন্য নয়। এছাড়া আজকের ঘটনাসহ সম্প্রতি নানা আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর বলপ্রয়োগের একাধিক ঘটনা ঘটেছে, যা অভ্যুত্থানোত্তর নয়া বাংলাদেশে অত্যন্ত উদ্বেগজনক।

এফএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ

নুরের ওপর হামলা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার বহিঃপ্রকাশ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সময়ঃ ১২:০৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ নেতাকর্মীদের ওপর হামলা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার বহিঃপ্রকাশ বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে প্লাটফর্মটি দ্রুত পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) প্লাটফর্মের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, নুরুল হক নুর কোটা সংস্কার আন্দোলন, আবরার-ফাহাদ হত্যাবিরোধী আন্দোলনসহ সব ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা। তিনি অভ্যুত্থানকালীন সময়ে কারাবন্দি ও নির্যাতিত ছিলেন। অথচ অভ্যুত্থানোত্তর নয়া বাংলাদেশে এমন একজন যোদ্ধার ওপর আইনশৃঙ্খলা বাহিনীর নগ্ন হামলা অত্যন্ত উদ্বেগজনক।  
তিনি বলেন, এ ঘটনার দায় হাজারও শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তী সরকারের নানা ব্যর্থতার বহিঃপ্রকাশেরই অংশ এবং এটি জুলাই ছাত্র-জনতার শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার সমতুল্য।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন মহল আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত, যার অন্যতম অংশ জাতীয় পার্টি (জাপা)। মিলিটারি এস্টাবলিশমেন্টও এই ফ্যাসিস্ট সহযোগীকে নানাভাবে সহায়তা দিয়ে আওয়ামী পুনর্বাসনের চেষ্টা করছে। আজ অন্তর্বর্তী সরকার, প্রশাসন ও সেনাবাহিনী কর্তৃক জাপার অফিস পাহারা দিয়ে জুলাই যোদ্ধাদের ওপর হামলা সেই ঘৃণ্য ষড়যন্ত্রেরই অংশ।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, তা কেবল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, জুলাই যোদ্ধাদের ওপর বলপ্রয়োগের জন্য নয়। এছাড়া আজকের ঘটনাসহ সম্প্রতি নানা আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর বলপ্রয়োগের একাধিক ঘটনা ঘটেছে, যা অভ্যুত্থানোত্তর নয়া বাংলাদেশে অত্যন্ত উদ্বেগজনক।

এফএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।