০৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৪৪৫

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৫১ Time View

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে ৪৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৮ জন, চট্টগ্রামে (সিটি করপোরেশনের বাইরে) ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৭ জন, ময়মনসিংহে ২৪ জন, রাজশাহীতে ২১ জন, রংপুরে ছয় জন এবং সিলেটে তিন জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৪১৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৩১ হাজার ২৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছরের ৩ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৩২ হাজার ৯৪৬ জন। আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ২ শতাংশ নারী। এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন ১২৭ জন।

তথ্য আরও বলছে, ২০২৪ সালে মোট এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিলেন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন। তার আগের বছর ২০২৩ সালে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছিল তিন লাখ ২১ হাজার ১৭৯ জনে, আর মৃত্যুর সংখ্যা ছিল এক হাজার ৭০৫ জন।

আরকেআর/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৪৪৫

সময়ঃ ১২:০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে ৪৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৮ জন, চট্টগ্রামে (সিটি করপোরেশনের বাইরে) ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৭ জন, ময়মনসিংহে ২৪ জন, রাজশাহীতে ২১ জন, রংপুরে ছয় জন এবং সিলেটে তিন জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৪১৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৩১ হাজার ২৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছরের ৩ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৩২ হাজার ৯৪৬ জন। আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ২ শতাংশ নারী। এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন ১২৭ জন।

তথ্য আরও বলছে, ২০২৪ সালে মোট এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিলেন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন। তার আগের বছর ২০২৩ সালে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছিল তিন লাখ ২১ হাজার ১৭৯ জনে, আর মৃত্যুর সংখ্যা ছিল এক হাজার ৭০৫ জন।

আরকেআর/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।