০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন মির্জাপুরের এক গৃহবধূ

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৪৮ Time View
চার সন্তান

টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন বিথী আক্তার (২১) নামে এক গৃহবধূ। এদের মধ্যে তিনজন ছেলে ও একজন মেয়ে সন্তান রয়েছে।

 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে মির্জাপুর কুমুদিনী হাসপাতালের অবস বিভাগে ভর্তি হওয়ার পর স্বাভাবিক ভাবে প্রসব হয় এই চার সন্তান। অকালপ্রসূত হওয়ায় প্রতিটি নবজাতকের ওজন মাত্র এক কেজির মতো।

বিথী কালিহাতি উপজেলার কোকডহরা ইউনিয়নের বল্লাবাড্ডা গ্রামের লিয়াকত আলীর ছেলে সৌদি প্রবাসী নাজমুল ইসলামের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, তিন বছর আগে জেলার সৌদি প্রবাসী নাজমুল ইসলামের সঙ্গে একই জেলার বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের আদাজান গ্রামের বাদল মিয়ার মেয়ে বিথীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের তিন বছর পর সে গর্ভধারণ করেন। বৃহস্পতিবার সকালে কুমুদিনী হাসপাতালে ভর্তির পর স্বাভাবিকভাবে তিনি চারটি বাচ্চা প্রসব করেন। বাচ্চাগুলোর মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে বলে জানা গেছে।  

এই ঘটনা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নতির দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। সন্তানদের ওজন তুলনামূলক কম হওয়ায় বর্তমানে চারজন খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।

বিথীর বাবা বাদল মিয়া জানান, তার মেয়ে অন্তঃসত্ত্বা জানতে পেরে উভয় পরিবারই তার প্রতি বেশি বেশি যত্ম করেন। কয়েকবার আল্ট্রাসনোগ্রাম করেও জানতে পারি তিনটি বাচ্চা হবে। তবে পরিস্থিতি খারাপ হওয়ায় আমরা মেয়েকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করি। পরে ডাক্তাররা নরমাল ডেলিভারির মাধ্যমে চারটি বাচ্চা প্রসব করান। আমরা চারটি বাচ্চার কথা শুনে খুবই অবাক হই। তবে আমরা খুবই আনন্দিত।  

এসময় তিনি তার মেয়ে ও সন্তানদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান।

কুমুদিনী হাসপাতালের চিকিৎসক ডা. সুমা জানান, বাচ্চাগুলোর ওজন কম হওয়ায় তাদের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া বাচ্চার মা মানসিকভাবে অসুস্থ। তাকেও গুরুত্ব সহকারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ

একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন মির্জাপুরের এক গৃহবধূ

সময়ঃ ১২:০৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
চার সন্তান

টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন বিথী আক্তার (২১) নামে এক গৃহবধূ। এদের মধ্যে তিনজন ছেলে ও একজন মেয়ে সন্তান রয়েছে।

 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে মির্জাপুর কুমুদিনী হাসপাতালের অবস বিভাগে ভর্তি হওয়ার পর স্বাভাবিক ভাবে প্রসব হয় এই চার সন্তান। অকালপ্রসূত হওয়ায় প্রতিটি নবজাতকের ওজন মাত্র এক কেজির মতো।

বিথী কালিহাতি উপজেলার কোকডহরা ইউনিয়নের বল্লাবাড্ডা গ্রামের লিয়াকত আলীর ছেলে সৌদি প্রবাসী নাজমুল ইসলামের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, তিন বছর আগে জেলার সৌদি প্রবাসী নাজমুল ইসলামের সঙ্গে একই জেলার বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের আদাজান গ্রামের বাদল মিয়ার মেয়ে বিথীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের তিন বছর পর সে গর্ভধারণ করেন। বৃহস্পতিবার সকালে কুমুদিনী হাসপাতালে ভর্তির পর স্বাভাবিকভাবে তিনি চারটি বাচ্চা প্রসব করেন। বাচ্চাগুলোর মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে বলে জানা গেছে।  

এই ঘটনা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নতির দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। সন্তানদের ওজন তুলনামূলক কম হওয়ায় বর্তমানে চারজন খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।

বিথীর বাবা বাদল মিয়া জানান, তার মেয়ে অন্তঃসত্ত্বা জানতে পেরে উভয় পরিবারই তার প্রতি বেশি বেশি যত্ম করেন। কয়েকবার আল্ট্রাসনোগ্রাম করেও জানতে পারি তিনটি বাচ্চা হবে। তবে পরিস্থিতি খারাপ হওয়ায় আমরা মেয়েকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করি। পরে ডাক্তাররা নরমাল ডেলিভারির মাধ্যমে চারটি বাচ্চা প্রসব করান। আমরা চারটি বাচ্চার কথা শুনে খুবই অবাক হই। তবে আমরা খুবই আনন্দিত।  

এসময় তিনি তার মেয়ে ও সন্তানদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান।

কুমুদিনী হাসপাতালের চিকিৎসক ডা. সুমা জানান, বাচ্চাগুলোর ওজন কম হওয়ায় তাদের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া বাচ্চার মা মানসিকভাবে অসুস্থ। তাকেও গুরুত্ব সহকারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।