১২:১২ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাফিক সার্জেন্টের ওপর হামলার ঘটনায় জরিমানা

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৪৩ Time View
ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ট্রাফিক সার্জেন্ট আব্দুল্লাহ আল মামুনকে ধাক্কা দেওয়া ও মারধরের চেষ্টার অভিযোগে এক মোটরসাইকেল চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

শনিবার (৬ সেপ্টেম্বর ) বিকেলে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সার্জেন্ট মামুন ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে।

রোববার (৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ট্রাফিক-মিরপুর বিভাগ সূত্রে জানা গেছে, সার্জেন্ট আব্দুল্লাহ আল মামুন মিরপুর ১০ নম্বর গোলচত্বরে দায়িত্ব পালনকালে একজন হেলমেটবিহীন মোটরসাইকেল চালককে সিগন্যাল দেন। এ সময় চালক মোটরসাইকেল দিয়ে সার্জেন্টকে ধাক্কা দেন। পরবর্তীতে মোটরসাইকেল থামানোর চেষ্টা করা হলে তিনি রাগান্বিত হয়ে সার্জেন্টের ইউনিফর্ম ধরে মারধরের চেষ্টা করেন এবং মোবাইল ফোন বের করে ভিডিও ধারণের মাধ্যমে জনতার মধ্যে উত্তেজনা সৃষ্টির প্রচেষ্টা চালান।

ঘটনাস্থলে উপস্থিত পথচারীরা অভিযুক্ত মোটরসাইকেল চালককে আটক করে মোটরসাইকেলসহ তাকে মিরপুর মডেল থানায় হস্তান্তর করে। পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অধ্যাদেশের আওতায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্ত চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ

কিছু সংখ্যক ব্যক্তি নির্বাচন নিয়ে অযথা শঙ্কা সৃষ্টি করছে: মির্জা ফখরুল

ট্রাফিক সার্জেন্টের ওপর হামলার ঘটনায় জরিমানা

সময়ঃ ১২:০৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ট্রাফিক সার্জেন্ট আব্দুল্লাহ আল মামুনকে ধাক্কা দেওয়া ও মারধরের চেষ্টার অভিযোগে এক মোটরসাইকেল চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

শনিবার (৬ সেপ্টেম্বর ) বিকেলে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সার্জেন্ট মামুন ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে।

রোববার (৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ট্রাফিক-মিরপুর বিভাগ সূত্রে জানা গেছে, সার্জেন্ট আব্দুল্লাহ আল মামুন মিরপুর ১০ নম্বর গোলচত্বরে দায়িত্ব পালনকালে একজন হেলমেটবিহীন মোটরসাইকেল চালককে সিগন্যাল দেন। এ সময় চালক মোটরসাইকেল দিয়ে সার্জেন্টকে ধাক্কা দেন। পরবর্তীতে মোটরসাইকেল থামানোর চেষ্টা করা হলে তিনি রাগান্বিত হয়ে সার্জেন্টের ইউনিফর্ম ধরে মারধরের চেষ্টা করেন এবং মোবাইল ফোন বের করে ভিডিও ধারণের মাধ্যমে জনতার মধ্যে উত্তেজনা সৃষ্টির প্রচেষ্টা চালান।

ঘটনাস্থলে উপস্থিত পথচারীরা অভিযুক্ত মোটরসাইকেল চালককে আটক করে মোটরসাইকেলসহ তাকে মিরপুর মডেল থানায় হস্তান্তর করে। পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অধ্যাদেশের আওতায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্ত চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।