০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভেদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৪৩ Time View
প্রতীকী ছবি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বটতলা মাঝিবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় আবুল কাশেম মাল (৫০) নামে ব্যাটারিচালিত অটোভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাশেম ভেদরগঞ্জ পৌরসভার ওহাব আলী মালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভেদরগঞ্জ বাজার থেকে কাশেম তার অটোভ্যানে মালামাল নিয়ে নারায়ণপুরে নামিয়ে দিয়ে পুনরায় ভেদরগঞ্জ বাজারের উদ্দেশে রওনা হন। পথে নারায়ণপুর বটতলা এলাকায় এলে অটোভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নিহত হন এবং মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। খবর পেয়ে পুলিশ মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহত দুজনের খোঁজে পুলিশ ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তাদের পাওয়া যায়নি।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ভ্যানচালক আবুল কাশেম মাল নিহত হন। আমরা মোটরসাইকেল ও অটোভ্যান জব্দ করেছি। ঘটনার পর থেকেই মোটরসাইকেলচালক পলাতক রয়েছেন। হাসপাতালে খোঁজ নিয়েছি, তবে সেখানে তাদের পাওয়া যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ

ভেদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সময়ঃ ১২:০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
প্রতীকী ছবি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বটতলা মাঝিবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় আবুল কাশেম মাল (৫০) নামে ব্যাটারিচালিত অটোভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাশেম ভেদরগঞ্জ পৌরসভার ওহাব আলী মালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভেদরগঞ্জ বাজার থেকে কাশেম তার অটোভ্যানে মালামাল নিয়ে নারায়ণপুরে নামিয়ে দিয়ে পুনরায় ভেদরগঞ্জ বাজারের উদ্দেশে রওনা হন। পথে নারায়ণপুর বটতলা এলাকায় এলে অটোভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নিহত হন এবং মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। খবর পেয়ে পুলিশ মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহত দুজনের খোঁজে পুলিশ ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তাদের পাওয়া যায়নি।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ভ্যানচালক আবুল কাশেম মাল নিহত হন। আমরা মোটরসাইকেল ও অটোভ্যান জব্দ করেছি। ঘটনার পর থেকেই মোটরসাইকেলচালক পলাতক রয়েছেন। হাসপাতালে খোঁজ নিয়েছি, তবে সেখানে তাদের পাওয়া যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।