০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গভীর রাতে ফেঞ্চুগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ল ৩ বসতঘর

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ৫৫৭ Time View

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের পুরানগাঁও গ্রামে অগ্নিকাণ্ডে পাশাপাশি তিনটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।

বুধবার (১ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে কোনার বাড়ি এলাকায় লাল মিয়া, ইউনূস মিয়া ও কাজল মিয়ার বসতঘরে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে বাড়িগুলোতে বসবাসরত পরিবারের লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করেন। প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও তাতে সফল হননি।

খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ’র নেতৃত্বে রাত দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। প্রায় দেড় ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে তিনটি বাড়ির ১৩টি শয়নকক্ষ, চারটি ডাইনিং রুম, রান্নাঘরসহ সব মালামাল ভস্মীভূত হয়।

স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ রাত ২টা ৫৩ মিনিটে জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুনে কেউ হতাহত না হলেও ক্ষয়ক্ষতি ব্যাপক। ক্ষতির পরিমাণ পরে নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

সিলেট তালতলা ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুন নেভাতে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটই ঘটনাস্থলে কাজ করেছে।

এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ

গভীর রাতে ফেঞ্চুগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ল ৩ বসতঘর

সময়ঃ ১২:০০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের পুরানগাঁও গ্রামে অগ্নিকাণ্ডে পাশাপাশি তিনটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।

বুধবার (১ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে কোনার বাড়ি এলাকায় লাল মিয়া, ইউনূস মিয়া ও কাজল মিয়ার বসতঘরে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে বাড়িগুলোতে বসবাসরত পরিবারের লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করেন। প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও তাতে সফল হননি।

খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ’র নেতৃত্বে রাত দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। প্রায় দেড় ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে তিনটি বাড়ির ১৩টি শয়নকক্ষ, চারটি ডাইনিং রুম, রান্নাঘরসহ সব মালামাল ভস্মীভূত হয়।

স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ রাত ২টা ৫৩ মিনিটে জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুনে কেউ হতাহত না হলেও ক্ষয়ক্ষতি ব্যাপক। ক্ষতির পরিমাণ পরে নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

সিলেট তালতলা ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুন নেভাতে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটই ঘটনাস্থলে কাজ করেছে।

এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।