ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ন্যাম সদস্যদের মধ্যে ঐক্য এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সংস্কারের আহ্বান জানিয়েছেন।
বুধবার (১৫ অক্টোবর) উগান্ডার কাম্পালায় ন্যামের ১৯তম মধ্য-মেয়াদী মন্ত্রী পর্যায়ের সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনের বক্তব্যে তৌহিদ হোসেন বলেন, গত বছরের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের জনগণ প্রতিষ্ঠানকে শক্তিশালী, অধিকার নিশ্চিত এবং জবাবদিহিতা বজায় রাখার জন্য সংস্কার গ্রহণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
তিনি আরও বলেন, একটি শক্তিশালী ও সমৃদ্ধ জাতি গঠনের জন্য নারীর ক্ষমতায়ন এবং যুবশক্তিকে কাজে লাগানো এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিকেলে তৌহিদ হোসেন ফিলিস্তিন বিষয়ক ন্যাম মন্ত্রী পর্যায়ের কমিটির বৈঠকে অংশগ্রহণ করেন, যার সদস্য বাংলাদেশও। তিনি ফিলিস্তিনি স্বার্থের প্রতি বাংলাদেশের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। গাজায় সম্প্রতি সম্মত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে তিনি ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন, যেখানে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।
পররাষ্ট্র উপদেষ্টা দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অব্যাহত মানবিক দায়িত্বের প্রতিও দৃষ্টি আকর্ষণ করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবর্তন নিশ্চিত করতে সহায়তা করার আহ্বান জানান।
সম্মেলনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ও উগান্ডার মধ্যে পররাষ্ট্র দপ্তরের পরামর্শ শুরুর বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন, যা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার পূর্ণাঙ্গ পরিসরে নিয়মিত আলোচনা প্রতিষ্ঠার একটি ব্যবস্থা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কাম্পালায় অনুষ্ঠিতব্য ১৯তম ন্যামের মধ্য-মেয়াদী মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কাম্পালায় অনুষ্ঠিত হতে যাওয়া ফিলিস্তিনের বিষয়ে একটি রাজনৈতিক ঘোষণাপত্রের পাশাপাশি একটি মন্ত্রী পর্যায়ের ঘোষণাপত্র গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।
টিআর/আরআইএস
Voice24 Admin 












