০১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ছুটি কাটাতে এসে প্রাইভেটকারের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ৫৫০ Time View
নিহত আলমগীর হোসেন

সিলেট জেলার ফেঞ্চুগঞ্জে বাড়িতে ছুটি কাটাতে এসে প্রাইভেটকারের ধাক্কায় আলমগীর হোসেন (২৭) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক সহাসড়কের ফেঞ্চুগঞ্জ সেতুর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন উপজেলার নুরপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে সুনামগঞ্জে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটি কাটাতে বাড়িতে আসেন।

স্থানীয় সূত্র জানায়, আলমগীর মোটরসাইকেলযোগে ফেরিঘাট এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত গাড়ি ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেয়।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, ফেঞ্চুগঞ্জ ফেরিঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি সুনামগঞ্জে কর্মরত ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত গাড়ির চালক নুরুজ্জামান আবু (২৫) নামে একজনকে আটক করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ

ছুটি কাটাতে এসে প্রাইভেটকারের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

সময়ঃ ১২:০৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
নিহত আলমগীর হোসেন

সিলেট জেলার ফেঞ্চুগঞ্জে বাড়িতে ছুটি কাটাতে এসে প্রাইভেটকারের ধাক্কায় আলমগীর হোসেন (২৭) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক সহাসড়কের ফেঞ্চুগঞ্জ সেতুর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন উপজেলার নুরপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে সুনামগঞ্জে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটি কাটাতে বাড়িতে আসেন।

স্থানীয় সূত্র জানায়, আলমগীর মোটরসাইকেলযোগে ফেরিঘাট এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত গাড়ি ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেয়।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, ফেঞ্চুগঞ্জ ফেরিঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি সুনামগঞ্জে কর্মরত ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত গাড়ির চালক নুরুজ্জামান আবু (২৫) নামে একজনকে আটক করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।