০৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৪৩ গোলের পাগলাটে রাতে আর্সেনাল–পিএসজির ছেলেখেলা, নাপোলির লজ্জা

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ৫৫৪ Time View

বেচারা দিয়েগো সিমিওনের দুই চোখ ছলছল করছিল। তাঁকে এতটা অসহায় সর্বশেষ কবে দেখা গিয়েছিল, মনে করা কঠিন। তাঁর দল আতলেতিকো মাদ্রিদের জালে একের পর এক বল জড়াচ্ছিল আর তিনি সাইড লাইনে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে দেখছিলেন।

ঘরের মাঠ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ১৩ মিনিটের ব্যবধানে যে আতলেতিকোকে ৪ গোল দিয়েছে আর্সেনাল! অথচ ম্যাচের প্রায় এক ঘণ্টা গোলবন্ধ্যাত্বে কেটেছে।

আতলেতিকা প্রথম ৫০ মিনিট আর্সেনালের চোখে চোখ রেখেই লড়াই করেছে। ৪৮ মিনিটে হুলিয়ান আলভারেজের দূরপাল্লায় বুলেট গতির শট ক্রসবারে বাধা না পেলে স্প্যানিশ ক্লাবটিই এগিয়ে যেতে পারত।

কিন্তু এর কিছুক্ষণ পরেই দৃশ্যপট বদলে যায়। ৫৭ মিনিটে প্রথম গোলটা করেন গাব্রিয়েল মাগালিয়ায়েস। ৬৪ মিনিটে দ্বিতীয় গোলটা আসে আরেক ব্রাজিলিয়ান গাব্রিয়েল মার্তিনেল্লির সৌজন্যে।

ট্যাগঃ

৪৩ গোলের পাগলাটে রাতে আর্সেনাল–পিএসজির ছেলেখেলা, নাপোলির লজ্জা

সময়ঃ ১২:০৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

বেচারা দিয়েগো সিমিওনের দুই চোখ ছলছল করছিল। তাঁকে এতটা অসহায় সর্বশেষ কবে দেখা গিয়েছিল, মনে করা কঠিন। তাঁর দল আতলেতিকো মাদ্রিদের জালে একের পর এক বল জড়াচ্ছিল আর তিনি সাইড লাইনে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে দেখছিলেন।

ঘরের মাঠ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ১৩ মিনিটের ব্যবধানে যে আতলেতিকোকে ৪ গোল দিয়েছে আর্সেনাল! অথচ ম্যাচের প্রায় এক ঘণ্টা গোলবন্ধ্যাত্বে কেটেছে।

আতলেতিকা প্রথম ৫০ মিনিট আর্সেনালের চোখে চোখ রেখেই লড়াই করেছে। ৪৮ মিনিটে হুলিয়ান আলভারেজের দূরপাল্লায় বুলেট গতির শট ক্রসবারে বাধা না পেলে স্প্যানিশ ক্লাবটিই এগিয়ে যেতে পারত।

কিন্তু এর কিছুক্ষণ পরেই দৃশ্যপট বদলে যায়। ৫৭ মিনিটে প্রথম গোলটা করেন গাব্রিয়েল মাগালিয়ায়েস। ৬৪ মিনিটে দ্বিতীয় গোলটা আসে আরেক ব্রাজিলিয়ান গাব্রিয়েল মার্তিনেল্লির সৌজন্যে।