কিছু আমল রিজিক বৃদ্ধির কারণ হয়। যেমন—
আল্লাহকে ভয় করা (তাকওয়া): “যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না।” (সুরা তালাক, আয়াত: ২-৩)
সদকা করা: মহানবী (সা.) বলেছেন, “সদকা রিজিক বৃদ্ধি করে।” (মুসনাদ আহমদ, হাদিস: ২২৩৭৮)
কৃতজ্ঞতা প্রকাশ: “যদি তোমরা কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের রিজিক বৃদ্ধি করব।” (সুরা ইবরাহিম, আয়াত: ৭)
রিজিকের উপলব্ধি
আজকের ভোগবাদী সমাজে রিজিককে আমরা কেবল অর্থ ও সম্পদের মধ্যে সীমাবদ্ধ করি। কিন্তু একজন সুস্থ দেহ, মনের প্রশান্তি, সময়মতো একটি পানির গ্লাস, কিংবা সন্তানের হাসি—সবই রিজিক। এজন্য রিজিককে শুধু ভোগের বিষয় মনে না করে কৃতজ্ঞতার দৃষ্টিতে দেখা জরুরি।