জানুয়ারির প্রথম সপ্তাহেই শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে জানিয়ে উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, বই ছাপা হচ্ছে, গুদামে আসতে শুরু করেছে। এতে নির্বাচনের কোনো প্রভাব পড়বে না। সব শিক্ষার্থী সময়মতো বই পাবে। প্রাথমিকে শিক্ষকের ঘাটতির বিষয়ে উপদেষ্টা বলেন, ‘সরকার শিক্ষক নিয়োগ দিচ্ছে, শিগগির বিজ্ঞাপন দেখবেন। শিক্ষক নিয়োগ হবে উপজেলার ভিত্তিতে। উপজেলায় যেসব খালি পদ আছে, সেগুলোতে নিয়োগ দেওয়া হবে।’
উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের শুধু বইয়ের পড়াশোনা করালে চলবে না, তাদের নৈতিক শিক্ষাও দিতে হবে। তাদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। আমাদের আগামী প্রজন্মকে মেধাবী, মানবতাবাদী হিসেবে গড়ে তুলতে শিক্ষক-অভিভাবক সবার সহযোগিতা প্রয়োজন।’
Voice24 Admin 













