ওল্ড ট্রাফোর্ডে ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ভাগটি ছিল ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের। আট বছর পর টেস্ট ক্রিকেটে এক ইনিংসে পাঁচ উইকেট পাওয়ার আনন্দে মেতেছেন ইংলিশ অলরাউন্ডার। একই সঙ্গে ভারতকে প্রথম ইনিংসে আটকে রাখতে পেরেছেন ৩৫৮ রানে।
দিনের পরের অংশটা ইংল্যান্ডের ব্যাটসম্যানদের। বিশেষ করে দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেটের। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে ২ উইকেটে ২২৫ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড।
ভারতের দুই পেসার শার্দুল ঠাকুর ও মোহাম্মদ সিরাজের ওপর দিয়ে রীতিমতো বাজবলের ঝড় বইয়ে দিয়েছেন ক্রলি ও ডাকেট। শার্দুল ৫ ওভারে দিয়েছেন ৩৫ রান, সিরাজ ১০ ওভারে ৫৮। ইংল্যান্ডের উইকেট দুটি নিয়েছেন অংশুল কম্বজ ও রবীন্দ্র জাদেজা।