গোবিপ্রবি বন্ধ ঘোষণা,
গোবিপ্রবি
সংবাদদাতা
||
রাইজিংবিডি.কম
প্রকাশিত:
২৩:০১,
১৬
জুলাই
২০২৫
আপডেট:
২৩:০২,
১৬
জুলাই
২০২৫
ফাইল
ফটো
গোপালগঞ্জের
চলমান
অস্থির
পরিস্থিতি
ও
কারফিউ
জারি
করায়
আগামীকাল
বৃহস্পতিবার
(১৭
জুলাই)
গোপালগঞ্জ
বিজ্ঞান
ও
প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়
(গোবিপ্রবি)
বন্ধ
ঘোষণা
করা
হয়েছে।
বুধবার
(১৬
জুলাই)
রাত
১০টার
দিকে
উপাচার্যের
দপ্তর
থেকে
প্রেরিত
এক
বিজ্ঞপ্তিতে
বিষয়টি
নিশ্চিত
করা
হয়েছে।
বিজ্ঞপ্তিতে
বলা
হয়েছে,
গোপালগঞ্জের
সার্বিক
আইনশৃঙ্খলা
পরিস্থিতি
বিবেচনায়
এবং
শিক্ষার্থীদের
নিরাপত্তার
কথা
চিন্তা
করে
আগামীকাল
বৃহস্পতিবার
সব
ধরনের
ক্লাস
ও
পরীক্ষা
বন্ধ
থাকবে।
বিশ্ববিদ্যালয়
প্রশাসনের
একজন
দায়িত্বশীল
কর্মকর্তা
জানান,
বর্তমানে
গোপালগঞ্জ
শহরের
পরিস্থিতি
উদ্বেগজনক।
শহরজুড়ে
১৪৪
ধারা
জারি
রয়েছে
এবং
সন্ধ্যার
পর
থেকে
আনুষ্ঠানিকভাবে
কারফিউ
কার্যকর
হয়েছে।
এই
পরিস্থিতিতে
শিক্ষার্থীদের
নিরাপত্তা
ঝুঁকির
মধ্যে
পড়তে
পারে,
তাই
বিশ্ববিদ্যালয়
বন্ধ
রাখার
সিদ্ধান্ত
নিয়েছে
কর্তৃপক্ষ।
বুধবার
জাতীয়
নাগরিক
পার্টির
(এনসিপি)
পদযাত্রা
ও
সমাবেশকে
কেন্দ্র
করে
গোপালগঞ্জ
শহরে
দফায়
দফায়
সংঘর্ষের
ঘটনা
ঘটে।
সংঘর্ষে
উভয়
পক্ষের
বেশ
কয়েকজন
হতাহত
হয়
এবং
শহরের
বিভিন্ন
এলাকায়
উত্তেজনা
ছড়িয়ে
পড়ে।
পরিস্থিতি
নিয়ন্ত্রণে
আনতে
গোপালগঞ্জ
জেলা
প্রশাসন
শহর
জুড়ে
প্রথমে
১৪৪
ধারা
এবং
সন্ধ্যার
পর
থেকে
কারফিউ
জারি
করে।
সাম্প্রতিক
এই
সহিংসতার
কারণে
কয়েকজন
হতাহতের
ঘটনায়
সাধারণ
মানুষের
পাশাপাশি
শিক্ষার্থীদের
মাঝেও
উদ্বেগ
ও
আতঙ্ক
বিরাজ
করছে।
তবে
বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থীরা
দ্রুত
পরিস্থিতির
উন্নতি
এবং
বিশ্ববিদ্যালয়ের
স্বাভাবিক
কার্যক্রম
দ্রুত
শুরু
করার
দাবি
জানিয়েছেন।
ঢাকা/রিশাদ/মেহেদী
, গোপালগঞ্জের চলমান অস্থির পরিস্থিতি ও কারফিউ জারি করায় আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) বন্ধ ঘোষণা করা হয়েছে।, , , Official Web Portal of RisingBD