০৪:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপির সভা শেষে নাসীরুদ্দীনের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ  

  • Voice24 Admin
  • Update Time : ০১:০৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ৫৫৩ Time View

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৮, ২০ জুলাই ২০২৫  

রাঙামাটিতে এনসিপির পথসভা শেষ হওয়ার পর ছাত্রদল বিক্ষোভ মিছিল নিয়ে মঞ্চের দিকে যেতে চায়

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া মানুষের কথা শুনতে জুলাইজুড়ে দেশের সব জেলায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রার’ অংশ হিসেবে রবিবার (২০ জুলাই) দুপুরে রাঙামাটি জেলাশহরে পদসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এনসিপির রাঙামাটি সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক বিপিন চাকমার সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনীম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এনসিপির অঞ্চল তত্ত্বাবধায়ক ও যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ প্রমুখ। 

দুপুর ২টার কিছুক্ষণ পর রাঙামাটি শহরের বনরূপায় এনসিপির পথসভা শেষ হওয়ার পর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বনরূপার পথসভার মঞ্চের দিকে এগুতে চাইলে পুলিশ ও এপিবিএন সদস্যরা তাদের আটকে দেয়। এ সময় তারা এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। তারা ১০ মিনিটের মধ্যে তাকে রাঙামাটি ত্যাগের আল্টিমেটাম দেয়।

এদিকে, সমাবেশ শেষে দ্রুত সভাস্থল ত্যাগ করেন এনসিপির নেতারা। ছাত্রদলের বিক্ষোভ মিছিল বনরূপার দিকে আসতে চাইলে পুলিশ ও এপিবিএন সদস্যরা তাদের কাঁঠালতলী মোড়ের সামনে আটকে দেয়। এ সময় সড়ক বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে ছাত্রদলের নেতাকর্মীরা। 

জেলা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক সাব্বির ও সাধারণ সম্পাদক আলী আকবর সুমন বলেন, ‘‘ডার্বি নাসির (নাসীরুদ্দীন পাটওয়ারী) আমাদের সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। আমরা চাই, তারাও শান্তিপূর্ণভাবে সমাবেশ করুক। কিন্তু সমাবেশের নামে বিএনপি নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিলে ছাত্রদল কখনো তা মেনে নেবে না।’’ 

শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজারে এনসিপি আয়োজিত পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের দিকে ইঙ্গিত করে নাসীরুদ্দীন পাটওয়ারী কটূক্তি করেন। তিনি বলেন, ‘‘আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল; এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি করছে। তার নাম না বললাম, আবার নাকি সে সংস্কার বোঝে না।’’ 

ঢাকা/শংকর/বকুল

ট্যাগঃ

এনসিপির সভা শেষে নাসীরুদ্দীনের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ  

Update Time : ০১:০৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৮, ২০ জুলাই ২০২৫  

রাঙামাটিতে এনসিপির পথসভা শেষ হওয়ার পর ছাত্রদল বিক্ষোভ মিছিল নিয়ে মঞ্চের দিকে যেতে চায়

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া মানুষের কথা শুনতে জুলাইজুড়ে দেশের সব জেলায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রার’ অংশ হিসেবে রবিবার (২০ জুলাই) দুপুরে রাঙামাটি জেলাশহরে পদসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এনসিপির রাঙামাটি সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক বিপিন চাকমার সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনীম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এনসিপির অঞ্চল তত্ত্বাবধায়ক ও যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ প্রমুখ। 

দুপুর ২টার কিছুক্ষণ পর রাঙামাটি শহরের বনরূপায় এনসিপির পথসভা শেষ হওয়ার পর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বনরূপার পথসভার মঞ্চের দিকে এগুতে চাইলে পুলিশ ও এপিবিএন সদস্যরা তাদের আটকে দেয়। এ সময় তারা এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। তারা ১০ মিনিটের মধ্যে তাকে রাঙামাটি ত্যাগের আল্টিমেটাম দেয়।

এদিকে, সমাবেশ শেষে দ্রুত সভাস্থল ত্যাগ করেন এনসিপির নেতারা। ছাত্রদলের বিক্ষোভ মিছিল বনরূপার দিকে আসতে চাইলে পুলিশ ও এপিবিএন সদস্যরা তাদের কাঁঠালতলী মোড়ের সামনে আটকে দেয়। এ সময় সড়ক বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে ছাত্রদলের নেতাকর্মীরা। 

জেলা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক সাব্বির ও সাধারণ সম্পাদক আলী আকবর সুমন বলেন, ‘‘ডার্বি নাসির (নাসীরুদ্দীন পাটওয়ারী) আমাদের সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। আমরা চাই, তারাও শান্তিপূর্ণভাবে সমাবেশ করুক। কিন্তু সমাবেশের নামে বিএনপি নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিলে ছাত্রদল কখনো তা মেনে নেবে না।’’ 

শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজারে এনসিপি আয়োজিত পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের দিকে ইঙ্গিত করে নাসীরুদ্দীন পাটওয়ারী কটূক্তি করেন। তিনি বলেন, ‘‘আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল; এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি করছে। তার নাম না বললাম, আবার নাকি সে সংস্কার বোঝে না।’’ 

ঢাকা/শংকর/বকুল