০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আত্রাই নদীতে নৌকা ডুবি, যুবক নিখোঁজ 

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ৫৬০ Time View

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৫, ২৫ জুলাই ২০২৫   আপডেট: ২২:৫৭, ২৫ জুলাই ২০২৫

মো. নয়ন হোসেন

নাটোরের সিংড়া উপজেলার আত্রাই নদীতে নৌকা ডুবে মো. নয়ন হোসেন (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার কলম ইউনিয়নের নুরপুর গ্রামে ঘটনাটি ঘটে। রাত ১০টা পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (২৬ জুলাই) সকালে আবারো উদ্ধার অভিযান শুরু হবে বলে জানিয়েছেন সিংড়া থানার ওসি মো. রফিকুল ইসলাম।

নিখোঁজ নয়ন একই গ্রামের মো. মহির উদ্দিনের ছেলে।

সিংড়া থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে নুরপুর গ্রামের খেলার মাঠে ফুটবল টুর্নামেন্ট ছিল। ওই টুর্নামেন্ট দেখতে যাচ্ছিলেন নয়নসহ আরো অনেকে। তারা নৌকায় করে আত্রাই নদী পার হচ্ছিলেন। ধারণ ক্ষমতার চেয়ে বেশি লোক উঠায় এবং প্রচণ্ড বাতাসের কারণে মাঝ নদীতে নৌকাটি তলিয়ে যায়। সবাই সাঁতরে তীরে আসলেও নিখোঁজ হন নয়ন। 

স্থানীয়দের অনেক খোঁজাখুঁজি করেও নয়নের সন্ধান পাননি। পরে রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। ডুবুরি দল সন্ধ্যার দিকে ঘটনাস্থলে এসে নিখোঁজ যুবকের সন্ধানে নদীতে উদ্ধার তৎপরতা শুরু করে। দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়ে তাকে পাওয়া যায়নি। রাত ১০ টার দিকে উদ্ধার কাজ বন্ধ করা হয়। শনিবার (২৬ জুলাই) আবারও ডুবুরি দল আবারো উদ্ধার অভিযান শুরু করবে।

ঢাকা/আরিফুল/মাসুদ

ট্যাগঃ

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক: আলোচনার জন্য আসছেন ব্রেন্ডেন লিঞ্চ

আত্রাই নদীতে নৌকা ডুবি, যুবক নিখোঁজ 

সময়ঃ ১২:০০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৫, ২৫ জুলাই ২০২৫   আপডেট: ২২:৫৭, ২৫ জুলাই ২০২৫

মো. নয়ন হোসেন

নাটোরের সিংড়া উপজেলার আত্রাই নদীতে নৌকা ডুবে মো. নয়ন হোসেন (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার কলম ইউনিয়নের নুরপুর গ্রামে ঘটনাটি ঘটে। রাত ১০টা পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (২৬ জুলাই) সকালে আবারো উদ্ধার অভিযান শুরু হবে বলে জানিয়েছেন সিংড়া থানার ওসি মো. রফিকুল ইসলাম।

নিখোঁজ নয়ন একই গ্রামের মো. মহির উদ্দিনের ছেলে।

সিংড়া থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে নুরপুর গ্রামের খেলার মাঠে ফুটবল টুর্নামেন্ট ছিল। ওই টুর্নামেন্ট দেখতে যাচ্ছিলেন নয়নসহ আরো অনেকে। তারা নৌকায় করে আত্রাই নদী পার হচ্ছিলেন। ধারণ ক্ষমতার চেয়ে বেশি লোক উঠায় এবং প্রচণ্ড বাতাসের কারণে মাঝ নদীতে নৌকাটি তলিয়ে যায়। সবাই সাঁতরে তীরে আসলেও নিখোঁজ হন নয়ন। 

স্থানীয়দের অনেক খোঁজাখুঁজি করেও নয়নের সন্ধান পাননি। পরে রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। ডুবুরি দল সন্ধ্যার দিকে ঘটনাস্থলে এসে নিখোঁজ যুবকের সন্ধানে নদীতে উদ্ধার তৎপরতা শুরু করে। দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়ে তাকে পাওয়া যায়নি। রাত ১০ টার দিকে উদ্ধার কাজ বন্ধ করা হয়। শনিবার (২৬ জুলাই) আবারও ডুবুরি দল আবারো উদ্ধার অভিযান শুরু করবে।

ঢাকা/আরিফুল/মাসুদ