কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৮:০৫, ২৯ জুলাই ২০২৫
কুষ্টিয়ায় লালন মুক্তমঞ্চে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফরহাদ মজহার
দেশের চলমান অস্থিরতা নিয়ে খ্যাতিমান লেখক, চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, ‘‘জাতি শব্দটাই ধ্বংসের কারণ। পৃথিবীতে জাতি একটাই। তার নাম হলো মানবজাতি। যখনই আপনি বাঙালি জাতি বলবেন, তখনই সমস্ত জাতির বিরুদ্ধে আপনি দাঁড়ালেন। এই যে গণ্ডগোল শুরু হয়ে গেল।’’
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়ায় মরা কালিগঙ্গা নদীর ধারে নির্মিত লালন মুক্তমঞ্চে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
ফরহাদ মজহার বলেন, ‘‘বাঙালি মানে কী? আমাদের একটা ইতিহাস আছে। সেই ইতিহাসে বাংলা ভাষা আছে, ইসলাম আছে, আরো বহু ধর্ম আছে। যদি আমরা রাষ্ট্রনীতির দিক থেকে কথা বলি, আমাদের দরকার রাজনৈতিক জনগোষ্ঠী। তার মানে বহু জাতি থাকতে পারে। যেমন আমি বাঙালি জন্মসূত্রে। তেমনি চাকমা আছে, সাঁওতাল আছে। আমি জন্মসূত্রে মুসলিম, তেমনি সনাতন ধর্মাবলম্বী আছে। তেমনি আরো বহু রকম ধর্মাবলম্বী আছে।’’
তিনি আরো বলেন, ‘‘এ জন্য জাতি শব্দটা সমস্যার কারণ। মানে বাঙালি জাতি বলে কোনো জাতি নেই। এটা কাল্পনিক। আমি বাংলা ভাষায় কথা বলি। এটা আমার সংস্কৃতি। যদি আমি আমেরিকা বর্ডারে যেতাম, কথা বলতাম ইংরেজিতে। তখন ইংরেজি সংস্কৃতি হতো আমার সংস্কৃতি। ফলে জাতি কথাটা অর্থহীন।’’
‘জাগ্রত জুলাই’ স্মরণে সোমবার (২৮ জুলাই) কুমারখালীর ছেউড়িয়ার ফকির লালন শাহের আখড়াবাড়ীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ভাবগানের আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। শেষ বিকেলে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
বৈষম্যবিরোধী ছাত্র জনতার প্রতিনিধি সাজেদুর রহমান বিপুলের সঞ্চালনায় অনুষ্ঠানে ফরহাদ মজহার ছাড়াও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক নুসরাত তাবাসসুম, নিহত শহীদদের স্বজন ও আহতরা।
ঢাকা/কাঞ্চন/বকুল