যশোর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২৩:০০, ২৯ জুলাই ২০২৫
চায়না ডেলিগেশন টিম ভবদহের ২১ ভেল্ট (স্লুইসগেট) এলাকা পরিদর্শন করেন
যশোরের দুঃখ নামে খ্যাত ভবদহের ২১ ভেল্ট (স্লুইসগেট) এলাকা পরিদর্শন করেছেন চায়না ডেলিগেশন টিম। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে অভয়নগর থানাধীন ২১ ভেল্ট এলাকা ঘুরে দেখেন তারা।
পরিদর্শনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিফ প্ল্যানার সু জহামিং, ডিরেক্টর জেনারেল চেন যংশেং, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার হুয়াং হুইয়ং ও জেনারেল ম্যানেজার ইন্তে রনাতি অনাল।
এ সময় যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী, অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শন টিম ভবদহ এলাকা পরিদর্শন শেষে কেশবপুরের শৌলগাতীর উদ্দেশে রওনা দেন।
ঢাকা/প্রিয়ব্রত/বকুল