নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৪৬, ৩০ জুলাই ২০২৫
গাজীপুরে দিনে-দুপুরে প্রাইভেটকার দিয়ে ধাক্কা দিয়ে আতঙ্ক সৃষ্টি করে পৌনে ৯ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর থানার পাশে আজ বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে ছিনতাই করা হয়।
দলিল লেখক জুলহাস উদ্দিন ও স্থানীয়রা জানান, কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় কালিয়াকৈর থানার পাশেই দলিল লেখকদের অফিস। সেখানে স্থানীয় ভেন্ডারেরা দলিল লিখে জমি রেজিস্ট্রেশন করেন। জমি রেজিস্ট্রেশন করার জন্য দলিল লেখক জুলহাস উদ্দিন তার ছেলে প্রিন্স ও ভাগ্নে রাশেদ খানকে ৮ লাখ ৭৫ হাজার টাকা ভর্তি একটি ব্যাগে দিয়ে সোনালি ব্যাংকের কালিয়াকৈর বাজারের শাখায় পাঠান। তারা দুইজন টাকার ব্যাগ নিয়ে অটোরিকশা দিয়ে কালিয়াকৈর উপজেলা খাদ্য গুদামের কাছে পৌঁছালে একদল ছিনতাইকারী সাদা রঙয়ের প্রাইভেটকারে এসে তাদের ধাক্কা দেয়। এ সময় অটোরিকশায় থাকা দুইজন ভয় পেয়ে যায়। তখন ছিনতাইকারীরা গাড়ি থেকে নেমে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দলিল লেখক জুলহাস উদ্দিন জানান, ছিনতাইকারীরা টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে গেছে।
কালিয়াকৈর দলিল লেখক স্ট্যাম-ভেন্ডার সমিতির সভাপতি আজিজুর রহমান জানান, টাকা ছিনতাইয়ের ঘটনা পুলিশে জানানো হয়েছে। পুলিশ বলছে, তারা টাকা উদ্ধারে কাজ করছেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, পুলিশের দুটি টিম ঘটনা নিয়ে কাজ করছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।
ঢাকা/রেজাউল/বকুল