ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ তালিকায় রয়েছেন ৩৯ হাজার ৯৩২ জন শিক্ষার্থী।
এর মধ্যে, ছাত্র রয়েছেন ২০ হাজার ৯০৪ জন এবং ছাত্রী ১৯ হাজার ২৮ জন। শতকরা হিসাবে ছাত্র ৫২.৩৫ শতাংশ এবং ছাত্রী ৪৭.৬৫ শতাংশ।
বুধবার (৩০ জুলাই) ডাকসু নির্বাচন কমিশন প্রকাশিত এ খসড়া ভোটার তালিকা হলগুলোর নোটিশ বোর্ডে এরই মধ্যে টাঙানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও ইনস্টিটিউটেও তালিকা পাঠানো হয়েছে।
ছাত্রীদের মধ্যে ভোটার রোকেয়া হলে ৫ হাজার ৬৭৬ জন, কবি সুফিয়া কামাল হলে ৪ হাজার ৪৯৫ জন, শামসুন নাহার হলে ৪ হাজার ৯৮ জন, ফজিলাতুন্নেছা মুজিব হলে ২ হাজার ৬৫১ জন এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে ২ হাজার ১০৮ জন রয়েছেন।
ছাত্রদের মধ্যে ভোটার জগন্নাথ হলে ২ হাজার ২৫৪ জন, শহীদুল্লাহ হলে ২ হাজার ১৭ জন, বিজয় একাত্তর হলে ২ হাজার ১৩ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১ হাজার ৯৬১ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১ হাজার ৭৩৫ জন, ফজলুল হক মুসলিম হলে ১ হাজার ৭৭৯ জন, শেখ মুজিবুর রহমান হলে ১ হাজার ৬০০ জন, মাস্টার’দা সূর্যসেন হলে ১ হাজার ৪৯৫ জন, স্যার এ এফ রহমান হলে ১ হাজার ৪৮০ জন, হাজী মুহাম্মদ মুহসীন হলে ১ হাজার ৩৯৪ জন, অমর একুশে হলে ১ হাজার ৩১৯ জন, কবি জসীমউদদীন হলে ১ হাজার ২৯৮ জন এবং সলিমুল্লাহ মুসলিম হলে ৫৫৯ জন রয়েছেন।
এ তালিকা নিয়ে কেউ আপত্তি জানাতে চাইলে আগামী ৬ আগস্ট বিকেল ৪টার মধ্যে তা জমা দিতে হবে। আপত্তি যাচাই-বাছাই শেষে ১১ আগস্ট বিকেল ৪টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে ঢাবি প্রশাসন। ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৯ আগস্ট।
মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২০ আগস্ট এবং প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট। প্রার্থীরা ২৫ আগস্ট পর্যন্ত তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৬ আগস্ট এবং ভোটগ্রহণ হবে ৯ সেপ্টেম্বর।