১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে সুনামি সতর্কতা

  • Voice24 Admin
  • Update Time : ১২:০৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ৫৪৬ Time View

প্রকাশিত: ২২:৫২, ৩০ জুলাই ২০২৫  

প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্পের পর দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বুধবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, চিলির প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বেশিরভাগ অংশের জন্য সুনামির সতর্কতা সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে। দেশটির ইস্টার দ্বীপের বাসিন্দাদের নিরাপদ অঞ্চলে সরে যেতে বলা হয়েছে। দক্ষিণ আমেরিকার আরেক দেশ কলম্বিয়া তার উত্তর-পূর্ব চোকো এবং নারিনো অঞ্চলে লাল সতর্কতা জারি করেছে। পেরু তার প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করেছে।

মূল ভূখণ্ড থেকে প্রায় ৯৭০ কিলোমিটার পশ্চিমে ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে বসবাসকারী লোকজনকে নিরাপদ অঞ্চলে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

ওশেনিয়া অঞ্চলে অবস্থিত ফরাসি পলিনেশিয়ার মারকুইসাস দ্বীপপুঞ্জে সুনামির ঢেউ আঘাত হানতে শুরু করেছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে সর্বোচ্চ ঢেউয়ের সম্ভাবনা রয়েছে। স্বাভাবিক উচ্চতার চেয়ে ৩ থেকে ৮ ফুট উঁচু পর্যন্ত ঢেউ আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ, পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ এবং ভানুয়াতুতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

ঢাকা/শাহেদ

ট্যাগঃ

দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে সুনামি সতর্কতা

Update Time : ১২:০৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

প্রকাশিত: ২২:৫২, ৩০ জুলাই ২০২৫  

প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্পের পর দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বুধবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, চিলির প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বেশিরভাগ অংশের জন্য সুনামির সতর্কতা সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে। দেশটির ইস্টার দ্বীপের বাসিন্দাদের নিরাপদ অঞ্চলে সরে যেতে বলা হয়েছে। দক্ষিণ আমেরিকার আরেক দেশ কলম্বিয়া তার উত্তর-পূর্ব চোকো এবং নারিনো অঞ্চলে লাল সতর্কতা জারি করেছে। পেরু তার প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করেছে।

মূল ভূখণ্ড থেকে প্রায় ৯৭০ কিলোমিটার পশ্চিমে ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে বসবাসকারী লোকজনকে নিরাপদ অঞ্চলে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

ওশেনিয়া অঞ্চলে অবস্থিত ফরাসি পলিনেশিয়ার মারকুইসাস দ্বীপপুঞ্জে সুনামির ঢেউ আঘাত হানতে শুরু করেছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে সর্বোচ্চ ঢেউয়ের সম্ভাবনা রয়েছে। স্বাভাবিক উচ্চতার চেয়ে ৩ থেকে ৮ ফুট উঁচু পর্যন্ত ঢেউ আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ, পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ এবং ভানুয়াতুতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

ঢাকা/শাহেদ