বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৫৪, ১৫ আগস্ট ২০২৫
মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের
জাতীয় পার্টি (জাপা) ঢাকার শাহবাগ থানার সাধারণ সম্পাদক আমানত উল্লাহ চৌধুরী ও যাত্রাবাড়ী থানার সদস্য মোহাম্মদ স্বপন মোল্লা চিশতির রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির উদ্যোগে পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলে মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও দক্ষিণের আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন, মনিরুল ইসলাম মিলন, ইঞ্জিঃ ইকবাল হোসেন তাপস, চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান খলিল, একেএম নুরুজ্জামান জামান, ভাইস চেয়ারম্যান আমির আমির উদ্দিন আহমেদ ডালু, আহাদ ইউ চৌধুরী শাহীন, হেলাল উদ্দিন, হুমায়ুন খান, যুগ্ম মহাসচিব দ্বীন ইসলাম শেখ, হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনিস উর রহমান খোকন, যুগ্ম দপ্তর সম্পাদক সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ চৌধুরী, মাহবুবুর রহমান খশুরু, নিয়ামত উল্ল্যাহ নবু, জাতীয় মটর শ্রমিক পার্টির সদস্য সচিব আব্দুর রহিম, মহানগর দক্ষিণের নেতা, মঞ্জুর, আব্দুর রব, আব্দুর রহিম, আমির হোসেন প্রমুখ।
আলোচনা শেষে উভয়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন দলের নেতা ঈছা রুহুল্লাহ।
ঢাকা/নঈমুদ্দীন/বকুল