প্রকাশিত: ২২:৪৬, ১৯ আগস্ট ২০২৫ আপডেট: ২২:৫৯, ১৯ আগস্ট ২০২৫
ইউক্রেনের মাটিতে মার্কিন সেনা পাঠানো হবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সাথে বৈঠকের পর মঙ্গলবার প্রথম সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
রাশিয়ার আরেকটি আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য মার্কিন বাহিনী পাঠানো যেতে পারে কিনা প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, কিয়েভের চাওয়া নিরাপত্তার নিশ্চয়তার অংশ হিসাবে মার্কিন সেনা ইউক্রেনে মোতায়েন করা হবে না। তবে চুক্তির অংশ হিসাবে ইউরোপীয় দেশগুলো ইউক্রেনে সেনা রাখতে পারবে।
মার্কিন প্রেসিডেন্ট আরো জানিয়েছেন, তার তত্ত্বাবধানে ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভূক্ত করা হবে না। তবে কিয়েভ এর পরেও নিরাপত্তার নিশ্চয়তা পাবে। আর এই নিরাপত্তার ‘প্রথম ভার’ পাবে ইউরোপীয় মিত্ররা।
ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ান নেতা ভ্লাদিমির পুতিন এবং জেলেনস্কির মধ্যে একটি বৈঠকের আয়োজন করতে যাচ্ছেন। বৈঠকের প্রথম পর্যায়ে তিনি উপস্থিত থাকবেন না।
যুদ্ধবিরতির সিদ্ধান্ত হওয়ার পরে তিনি যাবেন উল্লেখ করে ট্রাম্প বলেছেন, “যদি এটি কার্যকর হয়, তাহলে আমি (ত্রিপক্ষীয়) বৈঠকে যাব এবং এটি শেষ করব।”
ঢাকা/শাহেদ