০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন: ভিপি পদে লড়বেন অর্ধশত প্রার্থী

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ৫৫৪ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে লড়তে যাওয়া প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশিত হয়েছে। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে সিনেট ভবনে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন।

প্রাথমিক তালিকা অনুযায়ী, এবার ডাকসুতে সহ-সভাপতি (ভিপি) পদে ৪৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ২৮ জন প্রার্থী প্রাথমিকভাবে বৈধ হিসেবে রয়েছে।

এর মধ্যে ভিপি পদে ছাত্র ৪৩ জন, ছাত্রী ৫ জন; জিএএস পদে ছাত্র ১৮ জন, ছাত্রী একজন এবং এজিএস পদে ছাত্র ২৪ জন ও ছাত্রী রয়েছে চারজন। 

মুক্তিযুদ্ধ ও ছাত্র আন্দোলন সম্পাদক পদে ১৫ জন; এর মধ্যে ছাত্র ১৪ জন ও ছাত্রী একজন। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১১ জন; এর মধ্যে ছাত্র ১০ জন ও ছাত্রী একজন। ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে নয়জন; এরমধ্যে ছাত্র সাতজন, ছাত্রী দুইজন।

সমাজসেবা সম্পাদক পদে ১৩ জনের সবাই ছাত্র। মানবাধিকার ও আইন সম্পাদক পদে মোট ১১ জন; এর মধ্যে ছাত্র আটজন ও ছাত্রী তিনজন। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ১৫ জন; এর মধ্যে ছাত্র ১২ জন ও ছাত্রী তিনজন। ছাত্র পরিবহন সম্পাদক পদে মোট নয়জনের সবাই ছাত্র।

ক্রীড়া সম্পাদক ছাত্র পদে ১৩ জন; এর মধ্যে ১২ জন ছাত্র ও ছাত্রী একজন। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ১১ জন; এর মধ্যে ছাত্র সাতজন ও ছাত্রী চারজন। কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১১ জন; এর মধ্যে ছাত্র দুইজন ও ছাত্রী নয়জন। আন্তর্জাতিক সম্পাদক পদে ১৫ জনের সবাই ছাত্র। সাহিত্য সম্পাদক পদে ১৯ জন; এর মধ্যে ছাত্র ১৭ জন ও ছাত্রী দুইজন।

এছাড়া প্রাথমিক তালিকায় মোট ২১৫ জন সদস্য পদে রাখা হয়েছে। এর মধ্যে ছাত্র ১৯১ জন ও ছাত্রী ২৪ জন।

ডাকসুতে এবার ২৮টি পদে নির্বাচন হবে। এর মধ্যে ১৩টি পদ কার্যনির্বাহী সদস্যের।

অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “৪৬২ জন প্রার্থীকে প্রাথমিকভাবে বৈধ হিসেবে রাখা হয়েছে। এর মধ্যে মোট ছাত্র প্রার্থী ৪০২ জন ও ছাত্রী ৬০ জন। আর ৪৭ জন রয়েছে ত্রুটিপূর্ণ প্রার্থীর তালিকায়। তাদের প্রার্থীতা স্থগিত হয়েছে।”

তিনি বলেন, “ভোটার নাম্বার, নাম পরিচয় ত্রুটিপূর্ণ, রেজিস্ট্রেশন নাম্বারে ভুল, বাবা মায়ের নামে ভুল, স্বাক্ষর ভুল ইত্যাদি কারণে ৪৭ জনের প্রার্থীতা স্থগিত হয়েছে। তারা আপিল করলে যাছাই-বাছাই করে দেখা হবে। আগামী ২৩ আগস্ট পর্যন্ত তাদের আপিলের সুযোগ আছে।”

নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত। আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট বিকেল ৪টায়। ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর।

ট্যাগঃ

টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর, ২০২৫)

ডাকসু নির্বাচন: ভিপি পদে লড়বেন অর্ধশত প্রার্থী

সময়ঃ ১২:০৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে লড়তে যাওয়া প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশিত হয়েছে। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে সিনেট ভবনে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন।

প্রাথমিক তালিকা অনুযায়ী, এবার ডাকসুতে সহ-সভাপতি (ভিপি) পদে ৪৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ২৮ জন প্রার্থী প্রাথমিকভাবে বৈধ হিসেবে রয়েছে।

এর মধ্যে ভিপি পদে ছাত্র ৪৩ জন, ছাত্রী ৫ জন; জিএএস পদে ছাত্র ১৮ জন, ছাত্রী একজন এবং এজিএস পদে ছাত্র ২৪ জন ও ছাত্রী রয়েছে চারজন। 

মুক্তিযুদ্ধ ও ছাত্র আন্দোলন সম্পাদক পদে ১৫ জন; এর মধ্যে ছাত্র ১৪ জন ও ছাত্রী একজন। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১১ জন; এর মধ্যে ছাত্র ১০ জন ও ছাত্রী একজন। ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে নয়জন; এরমধ্যে ছাত্র সাতজন, ছাত্রী দুইজন।

সমাজসেবা সম্পাদক পদে ১৩ জনের সবাই ছাত্র। মানবাধিকার ও আইন সম্পাদক পদে মোট ১১ জন; এর মধ্যে ছাত্র আটজন ও ছাত্রী তিনজন। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ১৫ জন; এর মধ্যে ছাত্র ১২ জন ও ছাত্রী তিনজন। ছাত্র পরিবহন সম্পাদক পদে মোট নয়জনের সবাই ছাত্র।

ক্রীড়া সম্পাদক ছাত্র পদে ১৩ জন; এর মধ্যে ১২ জন ছাত্র ও ছাত্রী একজন। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ১১ জন; এর মধ্যে ছাত্র সাতজন ও ছাত্রী চারজন। কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১১ জন; এর মধ্যে ছাত্র দুইজন ও ছাত্রী নয়জন। আন্তর্জাতিক সম্পাদক পদে ১৫ জনের সবাই ছাত্র। সাহিত্য সম্পাদক পদে ১৯ জন; এর মধ্যে ছাত্র ১৭ জন ও ছাত্রী দুইজন।

এছাড়া প্রাথমিক তালিকায় মোট ২১৫ জন সদস্য পদে রাখা হয়েছে। এর মধ্যে ছাত্র ১৯১ জন ও ছাত্রী ২৪ জন।

ডাকসুতে এবার ২৮টি পদে নির্বাচন হবে। এর মধ্যে ১৩টি পদ কার্যনির্বাহী সদস্যের।

অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “৪৬২ জন প্রার্থীকে প্রাথমিকভাবে বৈধ হিসেবে রাখা হয়েছে। এর মধ্যে মোট ছাত্র প্রার্থী ৪০২ জন ও ছাত্রী ৬০ জন। আর ৪৭ জন রয়েছে ত্রুটিপূর্ণ প্রার্থীর তালিকায়। তাদের প্রার্থীতা স্থগিত হয়েছে।”

তিনি বলেন, “ভোটার নাম্বার, নাম পরিচয় ত্রুটিপূর্ণ, রেজিস্ট্রেশন নাম্বারে ভুল, বাবা মায়ের নামে ভুল, স্বাক্ষর ভুল ইত্যাদি কারণে ৪৭ জনের প্রার্থীতা স্থগিত হয়েছে। তারা আপিল করলে যাছাই-বাছাই করে দেখা হবে। আগামী ২৩ আগস্ট পর্যন্ত তাদের আপিলের সুযোগ আছে।”

নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত। আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট বিকেল ৪টায়। ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর।