গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৮:০২, ২২ আগস্ট ২০২৫
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ওপর নির্মিত ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের এক দিন পরই সেতুর ল্যাম্পপোস্টে বিদ্যুৎ সরবরাহের তার চুরি হয়ে গেছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) গভীর রাতে দুষ্কৃতকারীরা মাটি খুঁড়ে মাটির নিচ দিয়ে স্থাপন করা তার কেটে নিয়ে গেছে। গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘সকালে স্থানীয়দের মাধ্যমে সেতুর ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক তার চুরির বিষয়টি জানতে পারি। দুষ্কৃতকারীদের ধরতে সুন্দরগঞ্জ থানাকে অবগত করা হয়েছে। প্রায় ৩০০ মিটার বৈদ্যুতিক তার চুরি হয়েছে। ইতোমধ্যে নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শুরু হয়েছে।’’
স্থানীয়রা জানান, গত রাতে সেতুর ল্যাম্পপোস্টে আলো জ্বলেনি। আমরা লোডশেডিং ভেবেছিলাম। আজ জানতে পারি বিদ্যুতের তার চুরি হয়েছে। তারা আক্ষেপ করে বলেন, এত বড় নামকরা একটি সেতু, অথচ কর্তৃপক্ষ এখানে নূন্যতম পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করেনি। এই সেতু দিয়ে বহু মানুষ যাতায়াত করে। অন্ধকারে তাদের নিরাপত্তা ব্যাহত হচ্ছে।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস বলেন, ‘‘সেতু এলাকায় নিরাপত্তার বিষয়টি দেখভাল করবে এলজিইডি। তবুও আমরা আমাদের পক্ষ থেকে সেতু এলাকায় একটি পুলিশ কেন্দ্রের প্রস্তাব করেছি। সেখানে পুলিশের ব্যবস্থা না থাকলে চুরি ছাড়াও বিভিন্ন অপরাধ সংগঠিত হওয়ার আশঙ্কা রয়েছে।’’
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ‘‘এ ঘটনায় এলজিইডি কর্তৃপক্ষ এখনো লিখিত অভিযোগ করেনি। তবুও ঘটনাস্থলে যাব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’’
এর আগে, গত বুধবার মওলানা ভাসানী সেতুটির উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেতুটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট থেকে কুড়িগ্রামের চিলমারী উপজেলাকে সংযুক্ত করেছে।
ঢাকা/মাসুম/রাজীব