চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৮:০২, ২২ আগস্ট ২০২৫
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মুসলিমপুরের গ্রামে পারিবারিক কলহের জের ধরে মাদকাসক্ত স্বামীর মারধরে আহত আঁখি রাণী মারা গেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বামী গনেশ বাঁশফোড়কে পুলিশ গ্রেপ্তার করেছে।
সোমবার (১৮ আগস্ট) দিবাগত স্ত্রী আঁখি রাণীকে মারধর করেন গনেশ বাঁশফোড়। গুরুতর আহত হলেও তাকে বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নিহত আঁখি রাণী (৩০) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সুইপার কলোনির হাবল জামাদারের মেয়ে। স্বামী গনেশ নাচোল উপজেলার মুসলিমপুরের গ্রামের মৃত জগেন বাঁশফোড়ের ছেলে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘‘নেশাগ্রস্ত অবস্থায় গনেশ তার স্ত্রী আঁখি রাণীকে মারধর করেন। এতে গুরুতর আহত হলে গোমস্তাপুর উপজেলার আড্ডা এলাকার গনেশের বড় ভাইয়ের বাড়িতে নিয়ে গোপনে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত পৌনে ৯টার দিকে আঁখির মৃত্যু হয়।’’
স্থানীয়রা জানান, গনেশ বাঁশফোড় নাচোল থানায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন। তিনি প্রতিদিন দেশীয় মদ খান। আঁখি রাণী এটা সহ্য করতে পারতেন না। সোমবার (১৮ আগস্ট) পাঁচ বোতল দেশীয় মদ বাড়িতে রেখে গনেশ কাজে যান। বাড়ি ফিরে বোতলগুলো দেখতে না পেলে স্ত্রীকে মারধর করে গুরুতর জখন করেন।
ওসি মনিরুল ইসলাম জানান, নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যা মামলা করা হয়েছে। আসামি গনেশকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হবে।
ঢাকা/শিয়াম/বকুল