০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন ঘিরে প্রতিরোধ পর্ষদ প্যানেলের উদ্বেগ

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ৫৪৭ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে ঘটে যাওয়া বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ পর্ষদ প্যানেলের সদস্যদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। ফলে ডাকসু নির্বাচনকে স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য করতে ছয়টি পদক্ষেপ গ্রহণের কথা জানান তারা।

রবিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব পদক্ষেপে নিয়ে কথা বলেন প্যানেলটির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলন শেষে পদক্ষেপগুলো নিয়ে চিফ রিটার্নিং কর্মকর্তার বরাবর স্মাকরলিপি জমা দেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছয়টি পদক্ষেপ তুলে ধরেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদপ্রার্থী মোজাম্মেল হক বলেন।

এগুলোর মধ্যে রয়েছে- যেসব ব্যক্তি অতীতে শিক্ষার্থী নিপীড়ন, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে হামলাসহ অন্যান্য ফৌজদারি অপরাধ বা গুরুতর অনিয়মে সম্পৃক্ত, তাদের প্রার্থিতা বাতিল করতে হবে; বর্তমান কেন্দ্রসংখ্যা সীমিত হওয়ায় শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগে ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে, তাই ভোটকেন্দ্র বাড়ানোর উদ্যোগ নেওয়ার পাশাপাশি আবাসিক হলগুলোর নিকটবর্তী ভবনে কেন্দ্র স্থাপন করতে হবে; নির্বাচনের আগ মুহূর্তে বা পরপরই পরীক্ষা থাকায় অনেকের নির্বাচনী কর্মকাণ্ড ব্যহত হচ্ছে, এজন্য ৫-১৬ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের পরীক্ষা স্থগিত রেখে কেবল ক্লাস চালু রাখলে প্রার্থীরা পড়াশোনা ও নির্বাচনের মধ্যে কোনো একটিকে বেছে নিতে বাধ্য হবেন না এবং ভোটাররাও যথাযথভাবে প্রার্থীদের যাচাই-বাছাইয়ের সময় পাবেন।

বাকিগুলো হলো- নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনাগুলোকে অবিলম্বে চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নিতে হবে, ইতোমধ্যে কুরআন বিতরণ, মিছিলের মাধ্যমে ফরম তোলা, ফরম উত্তোলনে বাধা দেওয়া, নিয়ম ভঙ্গ করে বিলবোর্ড/ব্যানার প্রদর্শন, মসজিদে প্রচারণা প্রভৃতি ঘটনা ঘটেছে, এগুলো সবই নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন; ভোটারদের সুবিধার্থে প্রার্থীদের নামের পাশে তাদের ছবি সংযুক্ত করতে হবে, যাতে বিভ্রান্তির সুযোগ না থাকে; অনেকের জন্য স্বল্প সময়ে হল কার্ড করা বা নবায়ন করা কষ্টসাধ্য, তাই ভোটদান প্রক্রিয়া সহজ করতে বিশ্ববিদ্যালয়ের যেকোনো বৈধ ডকুমেন্ট থাকার ভিত্তিতে ভোটদানের ব্যবস্থা করা দরকার।

এ সময় সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী শেখ তাসনিম আফরোজ (ইমি), সাধারণ সম্পাদক পদপ্রার্থী (জিএস) মেঘমল্লার বসু, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) জাবির আহমেদ জুবেলসহ প্যানেলের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগঃ

ডাকসু নির্বাচন ঘিরে প্রতিরোধ পর্ষদ প্যানেলের উদ্বেগ

সময়ঃ ১২:০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে ঘটে যাওয়া বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ পর্ষদ প্যানেলের সদস্যদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। ফলে ডাকসু নির্বাচনকে স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য করতে ছয়টি পদক্ষেপ গ্রহণের কথা জানান তারা।

রবিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব পদক্ষেপে নিয়ে কথা বলেন প্যানেলটির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলন শেষে পদক্ষেপগুলো নিয়ে চিফ রিটার্নিং কর্মকর্তার বরাবর স্মাকরলিপি জমা দেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছয়টি পদক্ষেপ তুলে ধরেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদপ্রার্থী মোজাম্মেল হক বলেন।

এগুলোর মধ্যে রয়েছে- যেসব ব্যক্তি অতীতে শিক্ষার্থী নিপীড়ন, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে হামলাসহ অন্যান্য ফৌজদারি অপরাধ বা গুরুতর অনিয়মে সম্পৃক্ত, তাদের প্রার্থিতা বাতিল করতে হবে; বর্তমান কেন্দ্রসংখ্যা সীমিত হওয়ায় শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগে ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে, তাই ভোটকেন্দ্র বাড়ানোর উদ্যোগ নেওয়ার পাশাপাশি আবাসিক হলগুলোর নিকটবর্তী ভবনে কেন্দ্র স্থাপন করতে হবে; নির্বাচনের আগ মুহূর্তে বা পরপরই পরীক্ষা থাকায় অনেকের নির্বাচনী কর্মকাণ্ড ব্যহত হচ্ছে, এজন্য ৫-১৬ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের পরীক্ষা স্থগিত রেখে কেবল ক্লাস চালু রাখলে প্রার্থীরা পড়াশোনা ও নির্বাচনের মধ্যে কোনো একটিকে বেছে নিতে বাধ্য হবেন না এবং ভোটাররাও যথাযথভাবে প্রার্থীদের যাচাই-বাছাইয়ের সময় পাবেন।

বাকিগুলো হলো- নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনাগুলোকে অবিলম্বে চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নিতে হবে, ইতোমধ্যে কুরআন বিতরণ, মিছিলের মাধ্যমে ফরম তোলা, ফরম উত্তোলনে বাধা দেওয়া, নিয়ম ভঙ্গ করে বিলবোর্ড/ব্যানার প্রদর্শন, মসজিদে প্রচারণা প্রভৃতি ঘটনা ঘটেছে, এগুলো সবই নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন; ভোটারদের সুবিধার্থে প্রার্থীদের নামের পাশে তাদের ছবি সংযুক্ত করতে হবে, যাতে বিভ্রান্তির সুযোগ না থাকে; অনেকের জন্য স্বল্প সময়ে হল কার্ড করা বা নবায়ন করা কষ্টসাধ্য, তাই ভোটদান প্রক্রিয়া সহজ করতে বিশ্ববিদ্যালয়ের যেকোনো বৈধ ডকুমেন্ট থাকার ভিত্তিতে ভোটদানের ব্যবস্থা করা দরকার।

এ সময় সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী শেখ তাসনিম আফরোজ (ইমি), সাধারণ সম্পাদক পদপ্রার্থী (জিএস) মেঘমল্লার বসু, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) জাবির আহমেদ জুবেলসহ প্যানেলের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।