নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৫৪, ২৫ আগস্ট ২০২৫ আপডেট: ২৩:০০, ২৫ আগস্ট ২০২৫
বিকাশকর্মী রিজন তালুকদার হত্যায় জড়িত সন্দেহে মিজানুর রহমান মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নেত্রকোণায় বিকাশকর্মী রিজন তালুকদার (২২) হত্যায় জড়িত সন্দেহে মিজানুর রহমান মানিক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের মোক্তারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, মানিককে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মানিক সদর উপজেলার দুগিয়া চরপাড়া গ্রামের মৃত সোলায়মানের ছেলে। আর হত্যার শিকার রিজন জেলা শহরের পশ্চিম নাগড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি জেলা সদরের বিকাশ অফিসে কর্মরত ছিলেন।
গত ১০ আগস্ট সকালে বিকাশ অফিস থেকে সাড়ে ১২ লাখ টাকা নিয়ে বের হওয়ার পর থেকে রিজন নিখোঁজ ছিলেন। ১২ আগস্ট সন্ধ্যার দিকে আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের পাশে মগড়া নদী থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পর দিন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন তার বাবা রফিকুল ইসলাম।
ঢাকা/ইবাদ/বকুল