কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৫৫, ২৫ আগস্ট ২০২৫ আপডেট: ২৩:০০, ২৫ আগস্ট ২০২৫
ভারতের সামাজিক ও নারী অধিকার কর্মী সৈয়দা সাইদা হামিদা
ভারতের সামাজিক ও নারী অধিকার কর্মী, শিক্ষাবিদ, লেখিকা এবং পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য সৈয়দা সাইদা হামিদা বলেছেন, “বাংলাদেশিরাও তো মানুষ। আল্লাহ পৃথিবী তৈরি করেছেন, পৃথিবীটা এত বড়, সেখানে বাংলাদেশি নাগরিকরাও ভারতে থাকতে পারেন।”
ভারতের আসামে সরকারি জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের সে দেশে ফেরত পাঠাতে উদ্যত হয়েছে হিমন্ত বিশ্ব শর্মার রাজ্য সরকার। এর পরিপ্রেক্ষিতে ‘অসম নাগরিক সম্মিলন’ নামে একটি দলের আমন্ত্রণে সৈয়দা হামিদার নেতৃত্বে একটি দল বর্তমানে আসাম সফর করছে। দলের অন্য প্রতিনিধিরা হলেন প্রশান্ত ভূষণ, হর্ষ মন্দার, জওহর সরকার।
সেখানে রবিবার গণমাধ্যমের কর্মীদের সাথে আলাপকালে সৈয়দা হামিদা অভিযোগ করেন, “আসাম সরকার আসামের মুসলমানদের ওপর বাংলাদেশি বলে তকমা লাগিয়ে তাদের ওপর সর্বনাশ ডেকে এনেছে।”
তিনি বলেন, “তারা যদি বাংলাদেশিই হয়, তবে ভুলটা কোথায়? বাংলাদেশিরাও তো মানুষ। পৃথিবীটা এত বড়, বাংলাদেশিরা এখানে থাকতেই পারে। ওরা তো কাউকে অধিকার থেকে বঞ্চিত করছে না। যেভাবে বলা হচ্ছে যে, এই অবৈধ অভিবাসীরা দেশের বৈধ নাগরিকদের অধিকার কেড়ে নিচ্ছে, এটা বলাটা খুবই বিরক্তিকর, অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং মানবতার জন্য অত্যন্ত ক্ষতিকর।”
সৈয়দা হামিদা আরো বলেন, “ওরা (বাংলাদেশি) তো মানুষ। আল্লাহ এই পৃথিবীকে মানুষের জন্য তৈরি করেছেন, শয়তানের জন্য নয়। যদি কেউ পৃথিবীতে দাঁড়িয়ে থাকে, তাহলে তাদের তাড়িয়ে দেওয়া ইসলাম ধর্ম অনুযায়ী এটা ভয়ঙ্কর জিনিস। আসামের গোয়ালপাড়ার মতো, আমি যেখানে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের চত্বরে থাকি, সেখানেও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সন্ধানে উচ্ছেদ অভিযান চলছে।”
ঢাকা/সুচরিতা/এসবি