প্রকাশিত: ১৮:০৯, ২৭ আগস্ট ২০২৫
ভারতের পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য ও অধিকারকর্মী সৈয়দা সাইয়্যেদিন হামিদ বলেছেন, বাংলাদেশি এখন অভিশাপের শব্দে পরিণত হয়েছে। এটি এখন একটি ভয়ঙ্কর শব্দে পরিণত হয়েছে। মঙ্গলবার একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি এ কথা বলেছেন।
এর আগে গত রবিবার অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রাজ্য সরকারের অভিযানের সমালোচনা করে আসামের গুয়াহাটিতে একটি অনুষ্ঠানে সৈয়দা সাইয়্যেদিন হামিদ বলেছিলেন, “বাংলাদেশি হওয়ার অপরাধ কী? বাংলাদেশিরাও মানুষ। পৃথিবী এত বড়, বাংলাদেশিরাও এখানে থাকতে পারে। তারা কাউকে তাদের অধিকার থেকে বঞ্চিত করছে না। তারা এমন করছে বলাটা ঝামেলাপূর্ণ, দুষ্টুমিপূর্ণ এবং মানবতার জন্য ক্ষতিকর… পৃথিবী আল্লাহ মানুষের জন্য তৈরি করেছেন, দানবদের জন্য নয়, যদি একজন ব্যক্তি এই ভূমিতে দাঁড়িয়ে থাকে, তাহলে কেন তাকে এভাবে উপড়ে ফেলা হবে?”
বাংলাদেশিদের পক্ষে কথা বলায় বিজেপির তীব্র সমালোচনার মুখে পড়েন সৈয়দা হামিদ। তার এই মন্তব্যকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অবৈধ অনুপ্রবেশকারীদের সমর্থনের প্রমাণ বলে অভিহিত করেছেন। এর পরপরই নিজের বক্তব্য থেকে সরে আসেন পরিকল্পনা কমিশনের সাবেক এই সদস্য। মঙ্গলবার তিনি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর কথা বলেছেন।
মঙ্গলবার তিনি বলেছেন, “আসামের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা আমার… ১৯৯৭ সাল থেকে মহিলা কমিশন এবং পরিকল্পনা কমিশনের অংশ হিসেবে, আমি আসামের প্রতিটি এলাকায় ভ্রমণ করেছি। কিন্তু আমি কখনই এই সত্যটি সম্পর্কে সচেতন ছিলাম না যে আমি একজন মুসলিম এবং একজন মহিলা… হঠাৎ করেই, আমার নাম সারা ভারতজুড়ে উচ্চারিত হচ্ছে… বাংলাদেশি এখন অভিশাপের শব্দে পরিণত হয়েছে। এটি এখন একটি ভয়ঙ্কর শব্দে পরিণত হয়েছে।”
তিনি আরো বলেন, “যদিও কয়েকজন বাংলাদেশি এখানে এসেছে, তাদের সাথে বসুন, তাদের সাথে আলোচনা করুন এবং তাদের ফেরত পাঠান।”
ঢাকা/শাহেদ