প্রকাশিত: ১৭:৪৬, ২৯ আগস্ট ২০২৫ আপডেট: ১৭:৪৭, ২৯ আগস্ট ২০২৫
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ (সংগৃহীত ছবি)
“সংস্কার, জুলাই সনদ প্রণয়ন এবং স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের বিচারে কাঙ্ক্ষিত অগ্রগতি ছাড়াই নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা জনগণের সঙ্গে তামাশা ছাড়া কিছু নয়।”
শুক্রবার (২৯ আগস্ট) এক বিবৃতিতে এসব কথা বলেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
তিনি বলেন, “যেভাবে ইসি রোডম্যাপ ঘোষণা করল, তাতে মনে হচ্ছে, যেন নির্বাচনই একমাত্র জরুরি বিষয়; জনগণের প্রত্যাশা কিংবা আকাঙ্ক্ষা গৌণ। জুলাই-আগস্টের আত্মত্যাগ শুধু একটি নির্বাচনের জন্য ছিল না; বরং সংস্কার, বিচার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের ভিত্তি প্রতিষ্ঠার জন্যই ছিল।”
নির্বাচনী রোডম্যাপ ঘোষণার মাধ্যমে সংস্কার, বিচার এবং জুলাই সনদের গুরুত্বকে অগ্রাহ্য করা হয়েছে, অভিযোগ করে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, “এটা জনগণের প্রত্যাশার পরিপন্থী। আমরা মনে করি, এটি জনগণের রক্তের সঙ্গে একপ্রকার প্রতারণা। নির্বাচন অবশ্যই হতে হবে, তবে কোনোভাবেই সেই নির্বাচন গ্রহণযোগ্য নয়, যা জনগণের অংশগ্রহণবিহীন হবে বা জনগণের আগ্রহ সৃষ্টি করতে ব্যর্থ হবে। কোনোভাবেই এমন নির্বাচন আয়োজন করা চলবে না, যা আবারও শেখ হাসিনার স্বৈরাচারী নির্বাচনের নকশাকে সামনে নিয়ে আসে।”
তিনি বলেন, “দেশের জনগণ এমন নির্বাচন চায় না, যা কেবল আনুষ্ঠানিকতার জন্য হয়। জনগণ চায় প্রকৃত সংস্কারভিত্তিক এবং জুলাই সনদের ওপর দাঁড়ানো একটি অংশগ্রহণমূলক নির্বাচন।”
সরকারের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব বলেন, “অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার ও বিচারের রোডম্যাপ এবং জুলাই সনদের আইনি ভিত্তি নির্ধারণ করে জনগণকে আস্থায় নিন, তারপর নির্বাচনের দিকে এগিয়ে যান। অন্যথায়, নির্বাচন প্রহসনে রূপ নেবে এবং এর দায়ভার সম্পূর্ণভাবে সরকারের ওপর বর্তাবে।”
ঢাকা/নঈমুদ্দীন/রফিক