০৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

টস জিতে নেদারল‌্যান্ডসকে ব‌্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০০:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ৫৪৬ Time View

নেদারল‌্যান্ডসের বিপক্ষে সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে আগে বোলিং করবে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশের অধিনায়ক লিটন বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। সন্ধ‌্যা ৬টায় দুই দলের ম‌্যাচটি শুরু হবে।

সাইফ ফিরলেন চার বছর পর:

জাতীয় দলের স্কোয়াডে ফেরার পর একাদশে জায়গা হলো সাইফ হাসানের। চার বছর পর বাংলাদেশের জার্সিতে মাঠে নামার সুযোগ পেলেন ডানহাতি ব‌্যাটসম‌্যান। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে সবশেষ জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।

এরপর ২০২৩ সালের অক্টোবরে এশিয়ান গেমস খেলেছেন। যা পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেটের মর্যাদা পায়। সব মিলিয়ে ৫ ম‌্যাচ খেলেছেন বাংলাদেশের জার্সিতে। ৫ ম‌্যাচে কেবল করেছেন ৫২ রান। 

বাংলাদেশ একাদশ:

লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শেখ মাহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন। 

নেদারল‌্যান্ডস একাদশ: 

ম‌্যাক্স ও’ ডউড, বিক্রমজিত সিং, অনিল তেজা নিদামিনুরু, স্কট এডওয়ার্ডস, শারিজ আহমাদ, নোয়া ক্রোয়েস,  কাইল ক্লেইন, টিম প্রিঙ্গেল, আরিয়ান দত্ত, পল ভন ম‌্যাকরেন ও ড‌্যানিয়েল ডোরাম। 

পরিসংখ‌্যানে বাংলাদেশ এগিয়ে: 

নেদারল‌্যান্ডসের সঙ্গে বাংলাদেশ ৫টি-টোয়েন্টি খেলেছে। ৪টিতে বাংলাদেশ জিতেছে। নেদারল‌্যান্ডসের জয় ১টিতে। 

এশিয়া কাপের প্রস্তুতি বাংলাদেশের, ছাড় দেবে না নেদারল‌্যান্ডস:

ভারতের বিপক্ষে সিরিজ পিছিয়ে যাওয়ার পর ফাঁকা স্লট ছিল বাংলাদেশের। নেদারল‌্যান্ডসকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালে তারাও সুযোগটি লুফে নেয়। মাসখানেকের বিরতির পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। নেদারল‌্যান্ডসের বিপক্ষে খেলার পরপরই বাংলাদেশ এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাত যাবে। নেদারল‌্যান্ডসের বিপক্ষে সিরিজটা বাংলাদেশের জন‌্য অনেকটাই প্রস্তুতির মঞ্চ।

তবে নেদারল‌্যান্ডস কোনো ছাড় দেবে না, ‘‘আমরা বিশ্বাস করি, ভালো ক্রিকেট খেলতে পারলে যে কোনো দলকে আমরা হারাতে পারি। আমরা দেখিয়েছি যে আমরা তা পারি।’’ – বলেছেন দলটির কোচ রায়ান কুক। 

অকপট, আত্মবিশ্বাসী হওয়ার বড় কারণ, শেষ বিশ্বকাপের ম‌্যাচে বাংলাদেশ নেদারল‌্যান্ডসের কাছে হেরেছিল। বাংলাদেশের সাবেক ফিল্ডিং কোচ সেই কথাটাই মনে করিয়ে দিয়ে আরেকবার হুমকিও দিয়ে রাখলেন, “গত বিশ্বকাপে আমরা ওদেরকে হারিয়েছি। আবার একই গ্রুপে পড়লে (বিশ্বকাপে) আবারও চেষ্টা করব হারাতে।”

ট্যাগঃ

টস জিতে নেদারল‌্যান্ডসকে ব‌্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

সময়ঃ ১২:০০:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

নেদারল‌্যান্ডসের বিপক্ষে সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে আগে বোলিং করবে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশের অধিনায়ক লিটন বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। সন্ধ‌্যা ৬টায় দুই দলের ম‌্যাচটি শুরু হবে।

সাইফ ফিরলেন চার বছর পর:

জাতীয় দলের স্কোয়াডে ফেরার পর একাদশে জায়গা হলো সাইফ হাসানের। চার বছর পর বাংলাদেশের জার্সিতে মাঠে নামার সুযোগ পেলেন ডানহাতি ব‌্যাটসম‌্যান। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে সবশেষ জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।

এরপর ২০২৩ সালের অক্টোবরে এশিয়ান গেমস খেলেছেন। যা পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেটের মর্যাদা পায়। সব মিলিয়ে ৫ ম‌্যাচ খেলেছেন বাংলাদেশের জার্সিতে। ৫ ম‌্যাচে কেবল করেছেন ৫২ রান। 

বাংলাদেশ একাদশ:

লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শেখ মাহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন। 

নেদারল‌্যান্ডস একাদশ: 

ম‌্যাক্স ও’ ডউড, বিক্রমজিত সিং, অনিল তেজা নিদামিনুরু, স্কট এডওয়ার্ডস, শারিজ আহমাদ, নোয়া ক্রোয়েস,  কাইল ক্লেইন, টিম প্রিঙ্গেল, আরিয়ান দত্ত, পল ভন ম‌্যাকরেন ও ড‌্যানিয়েল ডোরাম। 

পরিসংখ‌্যানে বাংলাদেশ এগিয়ে: 

নেদারল‌্যান্ডসের সঙ্গে বাংলাদেশ ৫টি-টোয়েন্টি খেলেছে। ৪টিতে বাংলাদেশ জিতেছে। নেদারল‌্যান্ডসের জয় ১টিতে। 

এশিয়া কাপের প্রস্তুতি বাংলাদেশের, ছাড় দেবে না নেদারল‌্যান্ডস:

ভারতের বিপক্ষে সিরিজ পিছিয়ে যাওয়ার পর ফাঁকা স্লট ছিল বাংলাদেশের। নেদারল‌্যান্ডসকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালে তারাও সুযোগটি লুফে নেয়। মাসখানেকের বিরতির পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। নেদারল‌্যান্ডসের বিপক্ষে খেলার পরপরই বাংলাদেশ এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাত যাবে। নেদারল‌্যান্ডসের বিপক্ষে সিরিজটা বাংলাদেশের জন‌্য অনেকটাই প্রস্তুতির মঞ্চ।

তবে নেদারল‌্যান্ডস কোনো ছাড় দেবে না, ‘‘আমরা বিশ্বাস করি, ভালো ক্রিকেট খেলতে পারলে যে কোনো দলকে আমরা হারাতে পারি। আমরা দেখিয়েছি যে আমরা তা পারি।’’ – বলেছেন দলটির কোচ রায়ান কুক। 

অকপট, আত্মবিশ্বাসী হওয়ার বড় কারণ, শেষ বিশ্বকাপের ম‌্যাচে বাংলাদেশ নেদারল‌্যান্ডসের কাছে হেরেছিল। বাংলাদেশের সাবেক ফিল্ডিং কোচ সেই কথাটাই মনে করিয়ে দিয়ে আরেকবার হুমকিও দিয়ে রাখলেন, “গত বিশ্বকাপে আমরা ওদেরকে হারিয়েছি। আবার একই গ্রুপে পড়লে (বিশ্বকাপে) আবারও চেষ্টা করব হারাতে।”