জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৩৫, ৩০ আগস্ট ২০২৫
মুন্সীগঞ্জে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘‘ক্রীড়ায় আস্তে আস্তে প্রাণ ফিরতে শরু করেছে। প্রতিটি কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে। বিকেন্দ্রীয়করণ আমার এজেন্ডা হিসেবে নিয়েছি। সুতরাং জেলা লীগ থেকে শুরু করে সব কিছু দ্রুত শুরু হয়ে যাবে।’’
শনিবার (৩০ আগস্ট) বিকাল ৩টার দিকে মুন্সীগঞ্জে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম মাঠে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘‘ইতোমধ্যে ইউএই আমাদের সফট কমিটমেন্ট দিয়েছে। আমরা ৮ বিভাগে ৮টি স্পোর্ট কমপ্লেক্স করব।’’
উদ্বোধনী খেলায় স্বাগতিক মুন্সীগঞ্জ জেলা ফুটবল দল ও মাদারীপুর জেলা ফুটবল দল প্রতিদ্বন্দ্বিতা করে। এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। এতে মুন্সীগঞ্জ জেলা ফুটবল দল ২-১ গোলে বিজয়ী হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহবুব রহমান প্রমুখ।
আসরে দেশের সব জেলা দল অংশ নেবে। জেলাগুলোকে আটটি বিভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি বিভাগের নামকরণ করা হয়েছে জুলাই শহীদদের নাম অনুসারে। ৬৪ জেলার মধ্যে খেলা হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের ভিত্তিতে। সেখানে জয়ী ৩২টি দল জায়গা পাবে দ্বিতীয় পর্বে। এরপর তৃতীয় পর্বে নির্বাচিত হবে ১৬টি দল। এই ১৬ দল নিয়ে শুরু হবে নকআউট পর্ব। এরপর কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল এবং ফাইনাল। নভেম্বরের শেষ সপ্তাহে ফাইনাল হবে জাতীয় স্টেডিয়ামে।
ঢাকা/রতন/বকুল