প্রকাশিত: ০০:৪১, ১ সেপ্টেম্বর ২০২৫
আগের ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বাজিমাত করেছিলেন বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসান। অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকন্সকে জিতিয়েছিলেন সাকিব।
আগের ম্যাচের ফর্ম সাকিব ধরে রাখলেন রোববারও। তবে আজ তাণ্ডব চালালেন ২২ গজে। সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ৫টি করে চার ও ছক্কায় ২৬ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেছেন বাঁহাতি ব্যাটসম্যান। উইকেটের চারপাশে একের পর এক বড় শটে মাত্র ২০ বলে ফিফটি করেন।
সিপিএলে শুরুর দিকে টানা কয়েক ম্যাচে ব্যর্থ ছিলেন সাকিবের। নিজের ছায়া হয়ে থাকতে তার নিশ্চিতভাবেই পছন্দ হচ্ছিল না। শেষ ম্যাচে নিজেকে ফিরিয়ে আনার আভাস দিয়েছিলেন। আজ দেখালেন পারফরম্যান্সের পূর্ণদৈর্ঘ্য ছবি। নিজের আয়ত্বে থাকা সবগুলো শট খেলে পেয়েছেন দারুণ এক ফিফটির স্বাদ।
তবে শেষ হাসিটা হাসতে পারেনি। হেরেছে তার দল অ্যান্টিগা। রান উৎসবের ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে অ্যান্টিগা ৪ উইকেটে ২০৪ রান করে। জবাবে টিম সেইফার্টের সিপিএলে দ্রুততম ফিফটিতে সেন্ট লুসিয়া ম্যাচ জিতে নেয় ৬ উইকেটে। ৪০ বলে সেঞ্চুরি করেন সেইফার্ট। সিপিএলে যৌথভাবে যা দ্বিতীয় দ্রুততম। ২০১৮ সালে আন্দ্রে রাসেল ৪০ বলেই সেঞ্চুরি করেছিলেন।
সপ্তম ওভারে ক্রিজে এসে প্রথম দুই বলে দুই চার হাঁকান সাকিব। প্রথমটি সুইপে, পরেরটি রিভার্স সুইপে। বোলার ছিলেন তারবেইজ শামসি। দ্বাদশ ওভারে সাকিব ঝড় তোলেন নাবিমিয়ার পেসার ডেভিড ভিসের ওপর। ওভারে দুই ছক্কার সঙ্গে তিনটি চার মারেন। ২০ বলে ফিফটিতে পৌঁছান। টি-টোয়েন্টি ক্রিকেটে যা তার ৩৪তম।
ফিফটি ছোঁয়ার পর আগ্রাসী ব্যাটিংয়ে আরো ১১ রান যোগ করেন সাকিব। যেখানে এক হাতে পেসার আলজারি জোসেফকে ছক্কা উড়ান। তার ইনিংসটি থামান ডেলানো পটগিটার। শর্ট বল পুল করতে গিয়ে ক্যাচ দেন। এদিন বোলিং তার যুৎসই হয়নি। ২ ওভার হাত ঘুরিয়ে ৩টি করে চার ও ছক্কায় রান দিয়েছেন ৩২।
শেইফার্ট দ্বিতীয় ইনিংসে ছিলেন অনবদ্য। ৫৩ বলে ১২৫ রানের নজরকাড়া ইনিংস সাবেক কিউই ওপেনার। ১০ চার ও ৯ ছক্কায় মাতিয়ে রাখেন গোটা গ্যালারি।
আট ম্যাচে অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকন্সের এটি চতুর্থ হার। ৭ পয়েন্ট নিয়ে তারা আছেন তিন নম্বরে। ৭ ম্যাচে ৪ জয় নিয়ে সেন্ট লুসিয়ার পয়েন্ট ১০।
ঢাকা/ইয়াসিন