০৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রদলের বিরুদ্ধে ঢাবি শিবির সভাপতির অসংখ্য স্ক্রিনশট উপস্থাপন

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৪৫ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এসএম ফরহাদ ছাত্রদলের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ অসংখ্য স্ক্রিনশটের মাধ্যমে তুলে ধরেছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে প্রমাণগুলো উত্থাপন করেন তিনি। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় নেতাসহ জেলা পর্যায়ের অনেক নেতার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রমাণ তুলে ধরেন ফরহাদ।

ফরহাদ বলেন, “৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত ছাত্রদলের ধর্ষণের ঘটনা মোট ৪৪টি। যারা এই অব্যাহত ধর্ষণের ঘটনায় অন্যতম স্টেকহোল্ডার। শিক্ষার্থীরা যাদের ভয় পায়, তারা নিজেদের এসব ঘটনা চাপা দেওয়ার জন্য অন্য ইস্যু সামনে নিয়ে আসার রাজনীতি করছে।”

তিনি বলেন, “আজ ছাত্রদল দেশব্যাপী মিছিল করেছে। সেই মিছিলে তারা স্লোগান দিয়েছে ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’, যা ছাত্রদল তাদের পেইজে আপলোড দিয়েছে। যখন তারা এত এত ঘটনা এক বছরের মধ্যে ঢাকতে পারছে না, তখন তারা শুরু করেছে দায় চাপানোর রাজনীতি। সংবাদ সম্মেলনে প্রকাশ্যে কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিকে বলছে শিবিরের উপর দায় দিয়ে দাও।”

প্যানেলের নারী প্রার্থী ফাতিমা তাসনিম জুমার সঙ্গে ঘটা কিছু অপ্রীতিকর ঘটনা উল্লেখ করে ফরহাদ বলেন, “জুমাকে নিয়ে বিভিন্ন বাজে ভিডিও তৈরি করে সেই দলের নেতৃবৃন্দ প্রচার করছে এবং তার ইনবক্সে পাঠিয়ে হুমকি দিচ্ছে। শুধু তাই না, তার বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে যে, তোমার মেয়ে যেন ছাত্রদলের বিরুদ্ধে না বলে। আরো বলছে সামনে সরকারি চাকরি হবে না, তোমরা থাকতে পারবে না।”

বিশ্ববিদ্যালয়ে পূর্বের বিভিন্ন হামলার ঘটনা উল্লেখ করে ফরহাদ আরো বলেন, “ঢাবির হলগুলোতে ২০০২ সালে হামলা হয়েছিল, যা ছাত্রদল করেছে। যেটা তাদের এজেন্ডা না, আজ তারা সেই ইস্যু নিয়ে মিছিল করে, আবার সেখানে শিবিরকে জবাই করার কথা বলে।”

সম্প্রতি বিভিন্ন জায়গায় হওয়া হামলার ঘটনা নিয়ে এ শিবির নেতা বলেন, “বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের লোকজন বহিরাগতদের নিয়ে হামলা চালিয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক ও শিক্ষার্থীদের উপর যিনি হামলার নেতৃত্ব দিয়েছেন, তিনি একজন স্থানীয় বিএনপি। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সুষ্ঠুভাবে দাবি না জানিয়ে তারা ভাঙচুর করেছে ও তালা ঝুলিয়ে দিয়েছে। এসব কাহিনী সামনে আসার ভয়ে তারা এমন একটি ঘটনা ছড়াচ্ছে।”

ট্যাগঃ

ছাত্রদলের বিরুদ্ধে ঢাবি শিবির সভাপতির অসংখ্য স্ক্রিনশট উপস্থাপন

সময়ঃ ১২:০৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এসএম ফরহাদ ছাত্রদলের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ অসংখ্য স্ক্রিনশটের মাধ্যমে তুলে ধরেছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে প্রমাণগুলো উত্থাপন করেন তিনি। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় নেতাসহ জেলা পর্যায়ের অনেক নেতার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রমাণ তুলে ধরেন ফরহাদ।

ফরহাদ বলেন, “৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত ছাত্রদলের ধর্ষণের ঘটনা মোট ৪৪টি। যারা এই অব্যাহত ধর্ষণের ঘটনায় অন্যতম স্টেকহোল্ডার। শিক্ষার্থীরা যাদের ভয় পায়, তারা নিজেদের এসব ঘটনা চাপা দেওয়ার জন্য অন্য ইস্যু সামনে নিয়ে আসার রাজনীতি করছে।”

তিনি বলেন, “আজ ছাত্রদল দেশব্যাপী মিছিল করেছে। সেই মিছিলে তারা স্লোগান দিয়েছে ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’, যা ছাত্রদল তাদের পেইজে আপলোড দিয়েছে। যখন তারা এত এত ঘটনা এক বছরের মধ্যে ঢাকতে পারছে না, তখন তারা শুরু করেছে দায় চাপানোর রাজনীতি। সংবাদ সম্মেলনে প্রকাশ্যে কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিকে বলছে শিবিরের উপর দায় দিয়ে দাও।”

প্যানেলের নারী প্রার্থী ফাতিমা তাসনিম জুমার সঙ্গে ঘটা কিছু অপ্রীতিকর ঘটনা উল্লেখ করে ফরহাদ বলেন, “জুমাকে নিয়ে বিভিন্ন বাজে ভিডিও তৈরি করে সেই দলের নেতৃবৃন্দ প্রচার করছে এবং তার ইনবক্সে পাঠিয়ে হুমকি দিচ্ছে। শুধু তাই না, তার বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে যে, তোমার মেয়ে যেন ছাত্রদলের বিরুদ্ধে না বলে। আরো বলছে সামনে সরকারি চাকরি হবে না, তোমরা থাকতে পারবে না।”

বিশ্ববিদ্যালয়ে পূর্বের বিভিন্ন হামলার ঘটনা উল্লেখ করে ফরহাদ আরো বলেন, “ঢাবির হলগুলোতে ২০০২ সালে হামলা হয়েছিল, যা ছাত্রদল করেছে। যেটা তাদের এজেন্ডা না, আজ তারা সেই ইস্যু নিয়ে মিছিল করে, আবার সেখানে শিবিরকে জবাই করার কথা বলে।”

সম্প্রতি বিভিন্ন জায়গায় হওয়া হামলার ঘটনা নিয়ে এ শিবির নেতা বলেন, “বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের লোকজন বহিরাগতদের নিয়ে হামলা চালিয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক ও শিক্ষার্থীদের উপর যিনি হামলার নেতৃত্ব দিয়েছেন, তিনি একজন স্থানীয় বিএনপি। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সুষ্ঠুভাবে দাবি না জানিয়ে তারা ভাঙচুর করেছে ও তালা ঝুলিয়ে দিয়েছে। এসব কাহিনী সামনে আসার ভয়ে তারা এমন একটি ঘটনা ছড়াচ্ছে।”