কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৭:৪৮, ৪ সেপ্টেম্বর ২০২৫
কক্সবাজারের চকরিয়া পৌর শহরে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের গ্রামার স্কুলের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।
আটক যুবকরা হলেন—চকরিয়া পৌরসভার সিকদারপাড়া এলাকার মোহাম্মদ জিশান (২৫) ও সাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকার মোহাম্মদ আবদুল্লাহ (২৪)।
ওসি তৌহিদুল আনোয়ার জানিয়েছেন, ওই দুই যুবকের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জিশান ও আবদুল্লাহ পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় জিশানের কাছ থেকে একটি এলজি (দেশীয় বন্দুক) ও দুটি গুলি জব্দ করা হয়।
তিনি জানান, আটক দুই যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা/তারেকুর/রফিক