০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু ভোট নিয়ে উমামা, ‘জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন’

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৪১ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা চলছে। এ খবর লেখা পর্যন্ত ডাকসু নির্বাচনের অধিকাংশ হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে জগন্নাথ হল ছাড়া সবগুলোতেই ভিপি, জিএস ও এজিএস পদে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন শিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা।

তবে ‘কারচুপির নির্বাচন’ আখ্যা দিয়ে ডাকসুর ভোট বর্জন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৩টা ২৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন।

পোস্টে তিনি লেখেন, “বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।”

এর আগে, রাত ২টা ১৯ মিনিটে হা হা ইমুজি দিয়ে আরেক স্ট্যাটাসে তিনি লেখেন, “চলিতেছে সার্কাস। কে কে দেখতেসেন?!”

এছাড়া রাত ১২টা ১৬ মিনিটে সিনেটের একটি ছবি দিয়ে করা অপর পোস্টে ঢাবি প্রশাসনের নিয়মের দিকে আঙুল তুলতে দেখা যায়। সেখানে তিনি লেখেন, “অন্যদিকে মেয়েদের সবাইকে রাত ১০টার মধ্যে হলে ঢুকতে হচ্ছে। ডাকসুর আমেজ নারী শিক্ষার্থীদের জন্য না।”

ডাকসুর ভোট বর্জন শুধু উমামাই করেননি। এর আগে, ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানও বর্জন করেন।

রাত ২টা ২০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে আবিদ বলেন, “পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।”

ট্যাগঃ

ডাকসু ভোট নিয়ে উমামা, ‘জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন’

সময়ঃ ১২:০৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা চলছে। এ খবর লেখা পর্যন্ত ডাকসু নির্বাচনের অধিকাংশ হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে জগন্নাথ হল ছাড়া সবগুলোতেই ভিপি, জিএস ও এজিএস পদে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন শিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা।

তবে ‘কারচুপির নির্বাচন’ আখ্যা দিয়ে ডাকসুর ভোট বর্জন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৩টা ২৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন।

পোস্টে তিনি লেখেন, “বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।”

এর আগে, রাত ২টা ১৯ মিনিটে হা হা ইমুজি দিয়ে আরেক স্ট্যাটাসে তিনি লেখেন, “চলিতেছে সার্কাস। কে কে দেখতেসেন?!”

এছাড়া রাত ১২টা ১৬ মিনিটে সিনেটের একটি ছবি দিয়ে করা অপর পোস্টে ঢাবি প্রশাসনের নিয়মের দিকে আঙুল তুলতে দেখা যায়। সেখানে তিনি লেখেন, “অন্যদিকে মেয়েদের সবাইকে রাত ১০টার মধ্যে হলে ঢুকতে হচ্ছে। ডাকসুর আমেজ নারী শিক্ষার্থীদের জন্য না।”

ডাকসুর ভোট বর্জন শুধু উমামাই করেননি। এর আগে, ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানও বর্জন করেন।

রাত ২টা ২০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে আবিদ বলেন, “পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।”