০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

হাতীবান্ধায় অটোরিকশার চালককে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৪২ Time View

লালমনিরহাট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৫, ১১ সেপ্টেম্বর ২০২৫  

লালমনিরহাটের হাতীবান্ধায় অটোরিকশার চালক রায়ফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মাহফুজার রহমান মামুনকে (৪২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন এলাকায় র‍্যাব-১৩ এবং র‍্যাব-৪ এর যৌথ অভিযানে মামুনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে হাতীবান্ধা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র‍্যাব জানিয়েছে, গত ২০ আগস্ট সকালে ভেলাগুড়ি ইউনিয়নের জামবাড়ি পাড়ার সতী নদীর তীর থেকে রায়ফুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ হওয়ার দুই দিন পর তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে হাতীবান্ধা থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-১৩ এ মামলার তদন্তভার গ্রহণ করে এবং নিবিড় গোয়েন্দা তৎপরতা শুরু করে। এর ধারাবাহিকতায় রংপুর র‍্যাব-১৩ সিপিএসসি ও সদর কোম্পানি এবং ঢাকার র‍্যাব-৪ মিরপুর ক্যাম্পের আভিযানিক দল যৌথভাবে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. মাহফুজার রহমান মামুনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। মামুন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর দলগ্রামের বাসিন্দা। 

ঢাকা/সিপন/রফিক

ট্যাগঃ

হাতীবান্ধায় অটোরিকশার চালককে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

সময়ঃ ১২:০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

লালমনিরহাট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৫, ১১ সেপ্টেম্বর ২০২৫  

লালমনিরহাটের হাতীবান্ধায় অটোরিকশার চালক রায়ফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মাহফুজার রহমান মামুনকে (৪২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন এলাকায় র‍্যাব-১৩ এবং র‍্যাব-৪ এর যৌথ অভিযানে মামুনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে হাতীবান্ধা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র‍্যাব জানিয়েছে, গত ২০ আগস্ট সকালে ভেলাগুড়ি ইউনিয়নের জামবাড়ি পাড়ার সতী নদীর তীর থেকে রায়ফুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ হওয়ার দুই দিন পর তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে হাতীবান্ধা থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-১৩ এ মামলার তদন্তভার গ্রহণ করে এবং নিবিড় গোয়েন্দা তৎপরতা শুরু করে। এর ধারাবাহিকতায় রংপুর র‍্যাব-১৩ সিপিএসসি ও সদর কোম্পানি এবং ঢাকার র‍্যাব-৪ মিরপুর ক্যাম্পের আভিযানিক দল যৌথভাবে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. মাহফুজার রহমান মামুনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। মামুন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর দলগ্রামের বাসিন্দা। 

ঢাকা/সিপন/রফিক