প্রকাশিত: ০১:১৪, ১ অক্টোবর ২০২৫
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিন পুঁজিবাজারে কার্যক্রম বন্ধ থাকবে, যা শুরু হবে বুধবার (১ অক্টোবর) থেকে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকছে। পরদিন বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে এক দিন ছুটি থাকবে। এরপর শুক্রবার (৩ অক্টোবর) ও শনিবার (৪ অক্টোবর) সাপ্তাহিক বন্ধ। সব মিলিয়ে চার দিন দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কার্যক্রম বন্ধ থাকছে।
ছুটি শেষে ৫ অক্টোবর (রবিবার) থেকে যথারীতি পুঁজিবাজারের স্বাভাবিক লেনদেন শুরু হবে।
এদিন অন্যান্য সাধারণ সময়ের মতো অর্থাৎ সকাল ১০টায় লেনদেন শুরু হবে।
ঢাকা/এনটি/রাসেল
Voice24 Admin 












