বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৭:৫২, ৩ অক্টোবর ২০২৫ আপডেট: ১৮:০৩, ৩ অক্টোবর ২০২৫
কোস্ট গার্ডের অভিযানে জিম্মি চার জেলে ও অস্ত্র উদ্ধার করা হয়।
সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আড়বাউনি খাল এলাকায় দস্যু জাহাঙ্গীর বাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র-গোলাবারুদসহ জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার (৩ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
উদ্ধার হওয়া জেলেরা হলেন, মফিজুল ইসলাম (৪২), হাবিবুর রহমান (৩৭), হাবিবুর (৩৫) ও শাহজাহান গাজী (৪০)।
কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস তৌহীদের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিম জানান, অভিযানে দস্যুরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জিম্মি জেলেদের রেখে পালিয়ে যায়। দস্যুদের ফেলে যাওয়া একটি নৌকা তল্লাশি করে একটি একনলা বন্দুক, দুটি এয়ারগান ও তিন রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, ‘‘দস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা গত ১০ দিন ধরে জেলেদের জিম্মি করে রেখে মুক্তিপণের জন্য নির্যাতন চালাচ্ছিল।’’
উদ্ধার হওয়া জেলেদের স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।
ঢাকা/শহিদুল/বকুল
Voice24 Admin 












