০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাবলুর স্মরণে স্মরণ সভায় আনিস: নদীতে ভাসছে লাশ, নির্বাচন কিভা‌বে সম্ভব?

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৫৫৬ Time View

দে‌শের প‌রি‌স্থি‌তি ভয়াবহ মন্তব‌্য ক‌রে‌ এ অবস্থায় জাতীয় নির্বাচন কিভা‌বে সম্ভব প্রশ্ন তু‌লে‌ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

তি‌নি ব‌লে‌ছেন, “দেশের শহর, বন্দর, গ্রামে চল‌ছে চাঁদাবাজি, চলছে মামলা বাণিজ্য। প্রতিদিন  মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। নদীতে ভাসছে অজ্ঞাত লাশ। আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। উন্নতির কোনো লক্ষণ নাই। এ অবস্থায়  কিভাবে জাতীয় নির্বাচন সম্ভব?”

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণে জাতীয় পার্টি আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ব্যারিস্টার আনিস বলেন, “বর্তমানে দেশে সব ধরনের নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। শ্রমিক, কৃষক, গার্মেন্টস কর্মী, দিনমজুর, রিক্সাওয়ালা, ভ্যানচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সব শ্রেণী-পেশার মানুষ আজ নানা সমস্যার জর্জরিত। এ অবস্থার মধ্যে সরকার যে নির্বাচনের কথা বলছে, তা আদৌ কতটুকু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হবে তা নিয়ে শঙ্কা রয়েছে।”

জাতীয় পার্টি জোট করে নির্বাচন করবে জা‌নি‌য়ে পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, “কাদের সঙ্গে জোট হবে সে ব্যাপারে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নির্বাচনের আগে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হতে হবে।”

তি‌নি ব‌লেন, “জাতীয় পার্টি নির্বাচনমুখী দল, ৯০ এর পরে একটি ছাড়া আমরা সব নির্বাচনে অংশগ্রহণ করেছি। জাতীয় পার্টি বিশ্বাস করে নির্বাচন ছাড়া অন্য কোনো উপায়ে সরকারে যাওয়ার সুযোগ নেই। তাই সামগ্রিকভাবে দেশে দৃশ্যমান স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানা‌চ্ছি।”

দোয়া মাহ‌ফি‌লে দ‌লের সিনিয়ার কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, সফিকুল ইসলাম সেন্টু, লিয়াকত হোসেন খোকা, মোস্তফা আল মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা, জসিম উদ্দিন ভূঁইয়া, আরিফুর রহমান খান, ফখরুল আহসান শাহজাদা, মো. বেলাল হোসেন, শরফুদ্দিন আহমেদ শিপু, হাজী নাসির উদ্দিন সরকার, মিজানুর রহমান দুলাল, মাসুক রহমান, রেজাউল করিম, গোলাম মোস্তফা, আমিনুল ইসলাম সেলিম, জিয়াউর রহমান বিপুল, মিজানুর রহমান, আবদুস সাত্তার, মোহাম্মদ মাসুম, এসএম হাশেম, আলমগীর হোসেন, ওয়াহিদুর রহমান প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

ট্যাগঃ

বাবলুর স্মরণে স্মরণ সভায় আনিস: নদীতে ভাসছে লাশ, নির্বাচন কিভা‌বে সম্ভব?

সময়ঃ ১২:০৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

দে‌শের প‌রি‌স্থি‌তি ভয়াবহ মন্তব‌্য ক‌রে‌ এ অবস্থায় জাতীয় নির্বাচন কিভা‌বে সম্ভব প্রশ্ন তু‌লে‌ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

তি‌নি ব‌লে‌ছেন, “দেশের শহর, বন্দর, গ্রামে চল‌ছে চাঁদাবাজি, চলছে মামলা বাণিজ্য। প্রতিদিন  মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। নদীতে ভাসছে অজ্ঞাত লাশ। আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। উন্নতির কোনো লক্ষণ নাই। এ অবস্থায়  কিভাবে জাতীয় নির্বাচন সম্ভব?”

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণে জাতীয় পার্টি আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ব্যারিস্টার আনিস বলেন, “বর্তমানে দেশে সব ধরনের নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। শ্রমিক, কৃষক, গার্মেন্টস কর্মী, দিনমজুর, রিক্সাওয়ালা, ভ্যানচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সব শ্রেণী-পেশার মানুষ আজ নানা সমস্যার জর্জরিত। এ অবস্থার মধ্যে সরকার যে নির্বাচনের কথা বলছে, তা আদৌ কতটুকু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হবে তা নিয়ে শঙ্কা রয়েছে।”

জাতীয় পার্টি জোট করে নির্বাচন করবে জা‌নি‌য়ে পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, “কাদের সঙ্গে জোট হবে সে ব্যাপারে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নির্বাচনের আগে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হতে হবে।”

তি‌নি ব‌লেন, “জাতীয় পার্টি নির্বাচনমুখী দল, ৯০ এর পরে একটি ছাড়া আমরা সব নির্বাচনে অংশগ্রহণ করেছি। জাতীয় পার্টি বিশ্বাস করে নির্বাচন ছাড়া অন্য কোনো উপায়ে সরকারে যাওয়ার সুযোগ নেই। তাই সামগ্রিকভাবে দেশে দৃশ্যমান স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানা‌চ্ছি।”

দোয়া মাহ‌ফি‌লে দ‌লের সিনিয়ার কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, সফিকুল ইসলাম সেন্টু, লিয়াকত হোসেন খোকা, মোস্তফা আল মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা, জসিম উদ্দিন ভূঁইয়া, আরিফুর রহমান খান, ফখরুল আহসান শাহজাদা, মো. বেলাল হোসেন, শরফুদ্দিন আহমেদ শিপু, হাজী নাসির উদ্দিন সরকার, মিজানুর রহমান দুলাল, মাসুক রহমান, রেজাউল করিম, গোলাম মোস্তফা, আমিনুল ইসলাম সেলিম, জিয়াউর রহমান বিপুল, মিজানুর রহমান, আবদুস সাত্তার, মোহাম্মদ মাসুম, এসএম হাশেম, আলমগীর হোসেন, ওয়াহিদুর রহমান প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।