জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৮:০০, ২৮ অক্টোবর ২০২৫ আপডেট: ১৮:০৩, ২৮ অক্টোবর ২০২৫
জামালপুরে বেসরকারি অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল থেকে জামালপুর জেনারেল হাসপাতাল গেটের সামনে অবস্থান নিয়ে সব বেসরকারি অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ ঘোষণা করে চালকেরা।
অ্যাম্বুলেন্স চালকেরা বলেন, সিন্ডিকেটের বাধা এবং একজন চালকের উপর হামলার প্রতিবাদে তারা অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ রেখেছে। তারা এ সব সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
জামালপুর জেনারেল হাসপাতাল গেট এলাকায় ২৫টি বেসরকারি অ্যাম্বুলেন্স রয়েছে।
সরকারি ও বেসরকারি হাসপাতাল কেন্দ্রিক অ্যাম্বুলেন্স চালু থাকায় রোগীদের তেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে না।
ঢাকা/শোভন/বকুল
Voice24 Admin 












